সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগের উদ্যোগে ১৫’আগষ্ট উপলক্ষে পবিত্র কোরান খতম,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
সন্দ্বীপ পৌরসভা আওয়ামীলিগ কর্তৃক ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরান খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ আগষ্ট বিকালে সন্দ্বীপ পৌরসভা অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলিগের সভাপতি ও পৌর মেয়র মোক্তাদের মাওলা সেলিম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বীপরত্ব আলহাজ্ব মাহফুজুর রহমান এমপি।বিশেষ অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলিগ সভাপতি মাষ্টার শাহজাহান বিএ ও ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলিগের সাবেক সভাপতি অধ্যক্ষ জামিল ফরহাদ,হারামিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, পৌরসভা আওয়ামীলিগের সাধারন সম্পাদক সফিকুল মাওলা,সাংগঠনিক সম্পাদক ফসিউল আলম,আওয়ামীলিগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী,ফরিদুল মাওলা কিশোর, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক মাকছুদের রহমান জাবেদ,সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারনর সম্পাদক সামিউদ্দৌল্যা সীমান্ত,পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল,পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামীলিগের সাধারন সম্পাদক শেখ ফরিদ টিপন।অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন সাবেক কাউন্সিলর মোবারক মাহমুদ।
সভায় প্রধান অতিথি সাংসদ মাহফুজুর রহমান মিতা ও বিশেষ অতিথি মাষ্টার শাহজাহান বলেন বঙ্গবন্ধু মানে একটি বিশাল ইতিহাস, কিন্তু আমরা যারা রাজনীতি করি তারা সে ইতিহাস রিসার্স করিনা,না বুঝে বঙ্গবন্ধুর নামে শ্লোগান দিই তাই সে শ্লোগান হৃদয় থাকে আসেনা,ইতিহাস জানুন তাহলে বঙ্গবন্ধুর নামে শ্লোগান দিতে গেলে শোষকের বুক কেঁপে উঠবে।