হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এক সময়ের আন্তা দিয়ে মাছ দরার কৌশল।

0 ২৪৭

মোঃ সাখাওয়াত হোসেন (তুহিন) খালবিলের অভাবে বিলিনের পথে আন্তা দিয়ে মাছ ধরার কৌশল। দূর্লভ এই চিত্রটি সর্বত্র দেখা না গেলেও গ্রামের ছোট ছোট কিছু খালে এর দেখা মিলে। আন্তা দিয়ে মাছ ধরার এমনই একটি স্হির চিত্র পাওয়া যায় মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামে। সেখানে দেখা যাচ্ছে বাবা তার ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট খাল থেকে আন্তার মাছ তুলছেন। ঐতিহ্য বাহি এই মাছ দরা এক সময়ে গ্রামে গ্রামে প্রচলিত ছিলো, দিন দিন খাল, নদী, নালা গুলো জবর দখলের কারনে এই ঐতিহ্য হারাতে বসেছে গ্রামের শুশিল সমাজের দাবি এই ঐতিহ্য বহন করা আন্তার প্রচলনটি আবার আমাদে মাজে ফিরে আসক। ছবি তোলেছেন পথে প্রন্তরে সাখাওয়াত হোসেন তুহিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!