আখাউড়ায় ভোক্তা অধিকার আইনে ৩ দোকানিকে জরিমানা।

0 ৬৮

আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভোক্তা অধিকার আইনে নোংরা পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অভিযোগে ২ বেকারি ও অঅনুমোদিত পানি রাখার অভিযোগে এক দোকানিকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের বিসমিল্লাহ ও সততা বেকারী ও একটি কনফেকশনারী দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর বিভিন্ন ধারায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেন। এসময় স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম সহ স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, বাজার মনিটরিং এর সময় নোংরা পরিবেশ মেয়াদোত্তীর্ণ খাবার রাখার অভিযোগে দুই বেকারীকে এবং অনুমোদনহীন পানি রাখার অভিযোগে এক কনফেকশনারী দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাড়ায় জরিমানা করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!