আশা’র নিজস্ব অর্থায়নে ৩দিন ব্যাপী’ফিজিওথেরাপী ক্যাম্প’ এর মাধ্যমে চিকিৎসা সেবা কর্মসূচি শুরু করা হয়েছে।

0 ৫০৯,৮৩৯

দেশের শীর্ষ স্থানীয় উন্নয়ন সংস্থা ” আশা” নিজস্ব অর্থায়নে বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচী দিয়ে থাকে।করোনা মহামারিতে যেমন মাস্কসহ বিভিন্ন ধরনের করোনা মোকাবিলা সামগ্রী বিতরণ,শীতের সময় শীতবস্ত্র বিতরণ ছাড়াও অনেক সামাজিক কাজ করে আসছে দীর্ঘদিন ধরেই।

তারই ধারাবাহিকতায় দেশের শীর্ষ স্থানীয় উন্নয়ন সংস্থা “আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত সামাজিক কর্মসূচীর অংশ হিসাবে আশা-চট্টগ্রাম জেলার বাকলিয়া শাখায় ৩দিন ব্যাপী ” ফিজিওথেরাপী ক্যাম্প ” এর মাধ্যমে চিকিৎসা সেবা কর্মসূচি শুরু করা করেছে।

আজ ১৪ই নবেম্বর রোজ সোমবার থেকে ৩ দিন ব্যাপী শুরু হওয়া ” ফিজিওথেরাপি ক্যাম্প ” তিন দিন অসুস্থ্য রোগীদের সেবা প্রদান করা করবে।

উক্ত ” ফিজিওথেরাপি ক্যাম্প ” এর উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সংস্থার চট্টগ্রামের রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল মামুন শিবলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন “আশা”র বাকলিয়া শাখার অনুষ্ঠানে

বাকলিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ শাহজাহান কবিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের বাকলিয়া শাখার ব্যবস্থাপক দেবাশীষ নাগ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা’র রিজিওনাল ম্যানেজার মোঃ রেজাউল মামুন শিবলী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,সহকারী ম্যানেজার মোঃ মফিজুল আলম,অফিসার মোঃ হেলাল উদ্দিন,মোঃ এরশাদ,তৌহিদুল ইসলাম,রিটন দাশ, অংমাছিং রাখাইন প্রমুখ।

উক্ত ফিজিওথেরাপি ক্যাম্পে সার্বিক সেবা প্রদান করেন ফিজিওথেরাপিষ্ট ফারহানা আকতার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!