ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

0 ২০৫

কক্সবাজারের ঈদগাঁও বাজারের মামনি হাসপাতাল সংলগ্ন একটি গ্যারেজ থেকে মোঃ ইয়াছিন (২৫) নামের এক ইজিবাইক (টমটম) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ ইয়াছিন ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া ৩নং ওয়ার্ডের উদ্দিনের পুত্র।

রোববার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বাজারের মামনি হাসপাতাল সংলগ্ন আমির হোছাইনের (প্রকাশ-মাস্টার) গ্যারেজে এ ঘটনাটি ঘটেছে।

সংবাদ পেয়ে সকাল ১১ টার দিকে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।

এদিকে ঘটনার পরপরই গ্যারেজ মালিক আমির হোছাইন এবং কর্মচারী আনু গা ঢাকা দেয়। পুলিশের ধারনা বিদ্যুত স্পৃষ্ট হয়ে ইয়াছিন মারা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ইয়াছিনের স্ত্রী তাজমিন আক্তার জানায়, তার স্বামী ইয়াছিন ঈদগাঁও ইউনিয়নের দঃ মাইজাপাড়ার বাসিন্দা হলেও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন ইসলামপুর ইউনিয়নের ফকিরা বাজারের অদুরে ভিলেজার পাড়ায়।
মিনহা মনি নামে দু’বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে তাদের সংসারে। ঘটনার দিন খাওয়া দাওয়া সেরে সকাল ৯ টার দিকে ইজিবাইক নিতে গ্যারেজের উদ্দেশ্যে বের হন তার স্বামী ইয়াছিন। বাসা থেকে বের হওয়ার দেড় ঘন্টা পর জানতে পারেন স্বামী ইয়াছিন মারা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নুরুল আবছার জানান, ইয়াছিনকে গ্যারেজের ভেতর পড়ে থাকতে দেখে অজ্ঞাতনামা কয়েকজন ড্রাইভার তাকে নিয়ে পাশ্ববর্তী মামনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এরপর ওই ড্রাইভারেরা ইয়াছিনকে নিয়ে ইজিবাইকযোগে ফকিরা বাজারের দিকে নিয়ে যায় কিন্ত বাসা চিনতে না পেরে আবারোও ইয়াছিনকে একই স্থানে এনে রেখে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত ইজিবাইক চালক নুরুল আলম, রশিদ আহমদসহ আরো অনেকের দাবী গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে ঘটনার মূল রহস্য জানা যাবে।

শ্রমিক নেতা মোঃ আলমগীর জানায়, গ্যারেজ মালিক একই ইউনিয়নের দঃ মাইজপাড়া গ্রামের জেবর মুল্লুকের ছেলে আমির হোছাইন দীর্ঘদিন ধরে কারনে অকারনে শ্রমিকদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। শ্রমিক নির্যাতনের কারনে তার বিরুদ্ধে থানায় অনেকবার শালিস বৈঠকও হয়েছে। তার গ্যারেজের বৈদ্যুতিক সংযোগগুলো সুরক্ষিত নয় এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ কারনেই এধরনের হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

শ্রমিক ছৈয়দ আলমের দাবী গত বছর বর্ষাকালে আয় কম হওয়াতে একদিন দৈনিক জমা ২০ টাকা কম দেওয়াতে আমির হোছেন তার গোপনাঙ্গে ব্যাটারীর বিষাক্ত পানি ঢেলে দিয়েছিল।

এ ব্যাপারে গ্যারেজ মালিক আমির হোসেন অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে জানান, কর্মচারী আনুর ভূলের কারনে পুরো গাড়ীটিই বিদ্যুতায়িত হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে লাইন কেটে দেয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারন জানা যাবে। এছাড়া দোষীদের বিরুদ্ধে শ্রীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!