উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

0 ৯৪৪,৫৩৯

চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেছেন,রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি মর্যাদাবান ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।বৃহস্পতিবার(৩১ আগস্ট)সন্ধ্যায় জাতীয় শোক দিবস পালন পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক শোক সভায় তিনি এসব কথা বলেন।মাসব্যাপী কর্মসুচির শেষ দিনে চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবে এ শোক সভা,দোয়া মাহফিল ও জেয়াফতের আয়োজন করা হয়।

নগর যুলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে ও চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-১০ আসনের সাংসদ মহিউদ্দিন বাচ্চু।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কর্মাসের সভাপতি ওমর হাজ্জাজ,ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহম্মদ খোকন,৩৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আবদুল মান্নান,পতেঙ্গা থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেকান্দর আজম,বন্দর সিবিএ’র মোকারম হোসেন,খ ম ইয়াকুব,বীর মুক্তিযোদ্ধা বক্কর হুমায়ুন কবির মুকুট,আবুল হোসেন চৌধুরী,রেজাউল করিম রাজু,যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু,সুফিউর রহমান টিপু,আশিষ কান্তি মুহুরী,জামিল আহমেদ মিলন,এফ এ চৌধুরী বাদল,সাইফুর রহমান সোহেল,মারুফ আহমেদ সিদ্দিকী,ইমতিয়াজ বাবলা,জাহিদ খোকন,সালাউদ্দিন বাবর ও ফরহাদ আবদুল্লাহ।

এম রেজাউল করিম চৌধুরী বলেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্কের বোঝা বহন করতে বাধ্য হয়।জাতির পিতার সুযোগ্যকন্যা শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিয়মতান্ত্রিক বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে ২০১০ সালে ঘাতকদের ফাঁসির রায় কার্যকর করার মধ্য দিয়ে বাঙালি জাতিকে কলঙ্কমুক্ত করে।বঙ্গবন্ধু বলেছিলেন,বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু করেন।

তিনি আরও বলেন,বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে চেতনা অবিনশ্বর।বাঙালি জাতির অস্থিমজ্জায় মিশে আছেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।মুজিবাদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস জল-সমতল।প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে।বঙ্গবন্ধু বাংলাদেশের জনগণের মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যকে জয় করে বিশ্বসভায় একটি মর্যাদাবান ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ।সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

সাংসদ মহিউদ্দীন বাচ্চু বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা ও মুক্তির প্রতীক।তিনি বাংলার মাটি ও মানুষের পরম আত্মীয়,শত বছরের ঘোর নিশীথিনীর তিমির বিদারী অরুণ,ইতিহাসের বিস্ময়কর নেতৃত্বের কালজয়ী স্রষ্টা,বাংলার ইতিহাসের মহানায়ক,স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা,স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।বাঙালি জাতির পিতা।সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।উন্নত সমৃদ্ধ ‘সোনার বাংলা’র স্বপ্ন সারথি।৭৫-এর ১৫ আগস্ট নরপিশাচ,খুনিরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেই ক্ষান্ত হয়নি,বঙ্গবন্ধু হত্যার বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ইসমাইল,আবুল কাশেম,স্বপন,দিদারুল আলম,সাজ্জাদ আলী জুয়েল,কাজি আরিফ,মাকসুদুল আলম জিকু,এমরান হোসেন,শরিফ,সাজিবুল ইসলাম সজীব,মারুফুল ইসলাম মারুফ,তানভির বিন হাসান,মনিরুল হক মনির,শহিদুল্লাহ,সোহেল রানা,যুবায়ের হোসেন অভি,মোশারফ আলী শাপলু,শাহজাহান বাপ্পি,ফারুক হোসেন সুমন,নুরুল আজিম বাবুল,বেলাল হোসেন,জিয়া,ইসমাইল হুরন,সালা উদ্দিন,মিজান,আরমান,শহিদুল্লা শহিদ,মাকসুদুর রহমান মাকসুদ,আকবর জুয়েল,সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান,ইফতেখার উদিন ইফতি,হারুন আর রশিদ সামিউল,আওয়াল মুছা,নিপু চন্দ দাস,জহির রায়হান,অর্জূন দাশ,জুয়েল রানা,রমজান আলী,হানিফ,আবু নাছের জুয়েল,মাহমুদুর রহমান বাপ্পি,প্রনব,মমিনুল হক মাসুম,শরিফ,মাসুম,সোহেল,আলাউদ্দিন সোহেল,মামুন,জাবের,ইশতিয়াক সাকিব,মাইনুল ইসলাম রায়হান,মোস্তাইন মারুফ,হৃদয় কুমার দাশ,প্রান্তী ভট্টাচার্য্য,আদৃতা পাল,চন্দ্রীকা,মল্লিকা,জালাল উদ্দিন,পলাশ চক্রবর্তী,রিফাত সুমন,কৌশিক রায়,রাহাত,আলী আকবর মোঃ ফাহিম,দেলোয়ার,সাগর,নুর উদ্দিন রাসেল,রোকন উদ্দীন,জাহিদুল আলম আলো,জয় দাশ,রানা,শাহাব উদ্দীন,সৌরভ,শুভ,আশরাফ,ফাতিন,ইমন,শিমুল,দেলোয়ার,সগর,সাজ্জাদ,হৃদয়,সামী,শাহীন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!