এভারকেয়ারে ‘থ্রম্বোলাইসিস প্রসিডিউর’ সম্পন্ন

0 ১৭৬

চট্টগ্রামে প্রথমবারের মতো সফলভাবে থ্রম্বোলাইসিস প্রসিডিউর সম্পন্ন করেছে এভারকেয়ার হসপিটাল।৪৮ বছর বয়সী এক নারীর ডান দিক সম্পূর্ণ প্যারালাইসিস হওয়া রোগীকে থ্রম্বোলাইসিস প্রসিডিউরের মাধ্যমে সফলভাবে সুস্থ করা হয়েছে।অপারেশনে নেতৃত্ব দেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোলজি বিভাগের কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন।আজ মঙ্গলবার(১ ফেব্রয়ায়ী)হসপিটাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় এভারকেয়ার হসপিটাল,চট্টগ্রাম।

সংবাদ সম্মেলনে জানান,প্যারালাইসিস হওয়া ৪৮ বছরের রোগী শামিমা আক্তারকে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জরুরি বিভাগে আনা হয়। এসময় রোগীর কথা বলাতেও সমস্যা হচ্ছিল।রোগীর স্ট্রোক হয়েছে ধারণা করে ইমার্জেন্সি ইউনিটের অভিজ্ঞ কর্মীরা দ্রুত রোগীর কিছু ব্লাড টেস্ট এবং মাথার সিটি স্ক্যান করান।টেস্ট থেকে জানা যায়, প্রায় সাড়ে ৩ ঘণ্টা আগে মস্তিস্কে রক্ত জমাট বাধার কারণে স্ট্রোক হয় রোগীর।সিদ্ধান্ত নেওয়া হয় রোগীর থ্রম্বোলাইসিস প্রসিডিউর করার।এ প্রসিডিউর খুবই সময় সংবেদনশীল, যা স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়।এ প্রসিডিউর রোগীর জন্য আরও জটিল ছিল।কারণ রোগী আগে থেকেই ব্লাড থিনার ওষুধ খেতেন এবং তার মেটালিক হার্ট ভাল্ব ছিল।কিন্তু এই সমস্ত চ্যালেঞ্জর মাঝেও কোনো জটিলতা ছাড়াই থ্রম্বোলাইসিস প্রসিডিউরটি সফলভাবে সম্পন্ন হয়।প্রসিডিউর এরপর রোগীকে ২৪ ঘণ্টার জন্য নিউরো আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়।পরের দিন স্ট্রোক ওয়ার্ডে স্থানান্তরিত করার পর তাকে ফিজিওথেরাপি,অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি দিলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।এমনকি তিনি কোনো সহায়তা ছাড়াই স্বাধীনভাবে হাঁটাচলাও করেন।রোগীকে সুস্থ পেয়ে হসপিটাল তাকে ডিসচার্জ করে দেয়।

এভারকেয়ার হসপিটালের নিউরোলজির কনসালটেন্ট ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, থ্রম্বোলাইসিস প্রসিডিউর খুবই সময় সংবেদনশীল।এই প্রসিডিউর স্ট্রোকের সাড়ে চার ঘণ্টার মধ্যে সম্পন্ন করতে হয়।যদি এভারকেয়ার হসপিটালের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং সুদক্ষ চিকিৎসকের দলের উপস্থিতি এই প্রসিডিউর সফল হওয়ার মূল কারণ।

চট্টগ্রামের জনগণের জন্য এ ধরনের অভিনব সেবা উল্লেখ করে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন,রোগীদের সর্বোত্তম সেবাদানের লক্ষ্যে সর্বোত্তম চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ চিকিৎসক দল নিয়ে সর্বদা প্রস্তুত থাাকে। থ্রম্বোলাইসিসের মতো জটিল প্রসিডিউর সাফল্যের সঙ্গেই দ্রুত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!