করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে বরকল থানা পুলিশ।

0 ১৭০

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি আরিফুল ইসলামঃ পুলিশ জনতা,জনতাই পুলিশ” এ প্রতিপাদ্য নিয়ে রাঙামাটি বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ের জনসাধারণকে নিয়ে অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ২৭শে জানুয়ারি দুপুরে সুবলং ইউনিয়নে কুসুমছড়ি ও বরুনাছড়ি ১০ নম্বর এলাকায় এ সভা আয়োজন করা হয়।
সভার শুরুতে বীট পুলিশিং সমাবেশ ও মাস্ক বিতরণ করা হয়।

বরকল মডেল থানার উপ-পরিদর্শক (এস,আই) অভি গুপ্ত এর সভাপতিত্বে বীট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন।

এসময় বরকল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোঃ ইসমাইল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বরকল মডেল থানার ওসি মোঃ নাছির উদ্দিন জানান,বর্তমান করোনা ও ওমিক্রন ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন জায়গায় বীট পুলিশিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করতে সক্রিয় ভূমিকা রাখছে বরকল থানা পুলিশ।সেই সাথে জনসাধারণকে মাস্ক পরিধানে উৎসাহিত করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান ওসি মোঃ নাছির উদ্দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!