কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটে ভাড়া কমাতে এমপি মিতার ডিও লেটার।

0 ৭০৯,৮২৮

চট্টগ্রাম টু সন্দ্বীপ চলাচলের একমাত্র মাধ্যম নৌ-পথ।যাতায়াতের জন্য ৬টি ঘাট থাকলেও বর্তমানে সবচেয়ে সুপরিচিত ঘাট কুমিরা-গুপ্তছড়া।এই ঘাটে অভিযোগের কোন শেষ নেই।যাত্রী হয়রানি,মাত্রাতিরিক্ত যাত্রী ভাড়া আদায়,যাত্রীদের সাথে খারাপ আচরণ থেকে শুরু করে হাজারো অভিযোগ এই ঘাটের বিরুদ্ধে।গত মাসের ৩০ আগষ্ট চট্টগ্রাম জেলা পরিষদ ২০২৩-২০২৪ অর্থ বছরের ইজারা দেওয়ার জন্য দরপত্র আহবান করেছে।

সন্দ্বীপের ৫ লক্ষ মানুষের কথা চিন্তা কুমিরা-গুপ্তছড়া নৌ-রুটের ইজারা কার্য সম্পাদন করে এ নৌ-রুটে যাত্রী ভাড়া পূননির্ধারন করে এবং যাত্রী হয়রানী রোধ করার লক্ষ্যে জেলা পরিষদ প্রধান নির্বাহী বরাবর ১৩ সেপ্টেম্বর একটি ডিও লেটার দেন সন্দ্বীপ থেকে বার বার নির্বাচিত সাংসদ মাহফুজুর রহমান মিতা।

তিনি ডিও লেটারে উল্লেখ করে লিখেন,জন প্রতি স্পীডবোটের ভাড়া ২০০-২৫০ টাকা,ইঞ্জিনচালিত বোটের ভাড়া ১০০-১৫০ টাকা,একাদিক ইজারাদারকে ইজারা দেওয়া,যাত্রীর সাথে থাকা ২০ কেজি মালামাল ফ্রি করা,প্রবাস যাত্রী ও রোগীদের জন্য বিশেষ সার্ভিস দেওয়ার ব্যবস্থা করা,জেলা পরিষদের নিজস্ব কাউন্টার স্থাপন করাসহ যাত্রী সেবার মান বৃদ্ধি করার জন্য উল্ল্যেখ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী বরাবর ডিও লেটারে তিনি আরো জানান,অতিতে এ নৌ-ঘাটে যাত্রী হয়রানী বন্ধে এবং সেবা বৃদ্ধির জন্য দুবার চিঠি দিলেও কোন সুরাহা হয়নি।তাই ২০২৩-২০২৪ অর্থ বছরের কুমিরা-গুপ্তছড়া ফেরি ঘাটের ইজারাদারকে উপরোল্লেখিত শর্তাবলি আবশ্যিকভাবে পালনের জন্য নির্দেশ দিতে জেলা পরিষদ প্রধান নির্বাহির কাছে লিখিত জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!