চট্টগ্রামের সন্দ্বীপে কোকাকোলা ও স্প্রাইট কোমল পানীয় মেয়াদোত্তীর্ন হয়ে যাওয়ার পরেও সিল মেরে বিক্রি করা হচ্ছে।

0 ৫০৬,৬১১

চট্টগ্রামের সন্দ্বীপে কোকাকোলা ও স্প্রাইট কোমল পানীয় মেয়াদোত্তীর্ন হয়ে যাওয়ার পরেও সিল মেরে নতুন তারিখ দিয়ে বাজারে বিক্রি করার অভিযোগ উঠেছে উক্ত কোম্পানির সন্দ্বীপ পরিবেশকের বিরুদ্ধে।

গতকাল সন্ধ্যায় স্থানীয় ফকিরিয়া মসজিদ এলাকায় এক দোকান থেকে এক পথচারী পানীয় কেনার সময় এমন বেজাল ধরা পরে।পরে সদ্বীপের বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে,একটি বোতলের দুইটি সিল।পুরনো মেয়াদোত্তীর্ন সিলকে ঘষে ফেলা হয়েছে।আর মারা হয়েছে নতুন আরেকটি সিল।

ভুয়া লেভেল যুক্ত মেয়াদোত্তীর্ণ পানীয় কোকাকোলা ও স্প্রাইট নিজের বলে স্বীকার করে মেসার্স আই বি ট্রেডার্স এর মালিক ইউসুফ বলেন,আমি এইসব বিষয়ে জানি না।কোম্পানি মালগুলো পাঠিয়েছে।আমি চেক না করাতে এটা হয়েছে।তবে এর দায় এড়াচ্ছি না।ভবিষ্যতে এমন আর হবে না।এটা আমি নিশ্চয়তা দিচ্ছি।

কোকাকোলা,স্প্রাইট এবং ফান্তা কোম্পানির টেরিটোরি সেলস অফিসার(টিএসও)আবু ফয়েজ বলেন,কোম্পানি থেকে এমনটা হওয়ার কোন সম্ভাবনা নেই।বিষয়টি যাচাই করে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খিসা বলেন, বিষয়টি যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!