চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদের শোক দিবস পালন 

0 ২০৮

সেলিম চৌধুরীঃ চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদের উদ্যেগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন করছে। দিবসটি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বঙ্গবন্ধু মহিলা পরিষদ চট্টগ্রাম জেলার নেতৃবৃন্দ বঙ্গবন্ধু জাতির জনক প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক আলোচনা চট্টগ্রামে দলীয় কার্য়লয়ে সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি   আঞ্জুমান আরা আমিন এর সভাপতিত্বে ও চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদ  সাধারণ সম্পাদক জীবন আরা  বেগম পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু মহিলা পরিষদ  সহ-সভাপতি দিলরুবা চৌধুরি শিরিন, সহ-সভাপতি ফার্জানা আফ্রজ মুন্নি, সহ-সভাপতি অধ্যাপিকা রানু চক্রবতী, সহ-সভাপতি জগদা সুপ্রিয়া, যুগ্মসাধারণ সম্পাদক শাহীন আক্তার ছানা, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুন্নাহার, যুগ্মসাধারণ সম্পাদক জেসমিন আক্তার,  প্রচারও প্রকাশনা সম্পাদক এডভোকেট আয়শা সিদ্দিকী রুমি,  তথ্য ও গবেষনা সম্পাদক -আয়শা আকতার।

শ্রম সম্পাদক মিতু রানী শীল, মুক্তিযুদ্ধ বিষয়কসম্পাদক এডভোকেট শ্যামলী চৌধুরী,  নির্বাহী সদস্য   তাসকিন ও রোকেয়া খানম প্রমুখ।  সংগঠনের চট্টগ্রাম জেলার সভাপতি আঞ্জুমান আরা আমিন বলেন, ১৯৭১সালে  নিয়ে আমেরিকান মিশনারী জেনিন লকারবি (চট্রগ্রাম) তার অন-ডিউটি ইন বাংলাদেশ বইয়ে লিখেছেন, এমন একজন মানুষের আবির্ভাব ঘটেছে, যে অনগ্রসর বাঙালি জাতিকে মুক্তির আশ্বাদ দেবে, তার নাম শেখ মুজিবুর রহমান। সংগঠনের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক জীবন আরা বেগম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি নাম নয় একটি ইতিহাস। তিনি উদাহরণ দিয়ে বলেন, বৃটিশ হাউস অব লর্ডস এর সদস্য ও সাম্রাজ্যবাদ বিরোধী শীর্ষস্থানীয় যোদ্ধা ফেনার ব্রকওয়ে বলেছেন, সংগ্রামের ইতিহাসে লেলিন, বোজালিবার্গ, গান্ধী, নকুমা, লমুমবা, ক্যাস্ট্রো ও আলেন্দার সঙ্গে মুজিবের নাম উচ্চারিত হবে। তিনি বলেন, ‘তাকে হত্যা করা ছিল, মানবতা হত্যার চেয়ে অনেক বড় অপরাধ। শেখ মুজিবুর রহমান  শুধু তার জনগণের রাজনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেন নি, তিনি তাদের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করেছিলেন, জাতি এ কলঙ্ক মোচন করতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!