চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষের আশংকায় ১৪৪ ধারা জারি।

0 ১৯৯

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে একই স্থানে আওয়ামী লীগের দুই গ্রুপে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় প্রশাসন ১৪৪ ধারা জারি করায় বন্ধ হয়ে গেছে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল। জানা গেছে, ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টায় শহরের নামোনিমগাছি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে ওই কাউন্সিল করার প্রতিবাদে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মইনুদ্দিন মন্ডল। তিনি অভিযোগ করে বলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান তাদের পছন্দের প্রার্থীকে সভাপতি ও সাধারণ সম্পাদক করছেন এবং কাউন্সিল করা অব্যাহত রেখেছেন। এতে করে দলের নেতা-কর্মীদের মধ্যে বিশৃংখলা সৃষ্টি হচ্ছে। এদিকে একই স্থানে পাল্টা প্রতিবাদ সভার ঘোষণা দেয়ায় সংঘর্ষের আশংকায় স্থানীয় প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এ ব্যাপারে চাঁপাইনিবাবগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাকিউল ইসলাম জানান, পরিবেশ অশান্ত হতে পারে এ আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাউকে কোন কর্মসূচি পালন করতে দেয়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!