চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ মাদকসেবীকে আটক করে মামলা দায়ের

0 ৬৮

র‌্যাব-৫ রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ (২৭ নভেম্বর) শনিবার দুপুর দেড়টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১ মাদকসেবীকে আটক করে মামলা দায়ের করেছে। মাদক বিরোধী অভিযান চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা বাসস্ট্যান্ড এর পূর্ব পাশে রেলস্টেশনের পাশে ফাঁকা জায়গায়।এসময় ১১জন মাদকসেবীকে আটক করা হয়েছে এবং ৪টি মোবাইলসহ মাদক সেবনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

মাদকসেবীদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আসামীরা মাদকাসক্ত হিসাবে প্রাথমিকভাবে জানা যায়।আটককৃতরা হচ্ছে, পৌর এলাকার হরিপুর ঢাবপাড়ার মোঃ সায়েদ আলীর ছেলে মোঃ রবিউল আওয়াল (৩০), হুজরাপুরের মোঃ নূরুল ইসলামের ছেলে মোঃ সেলিম রেজা (৩২), মসজিদপাড়ার মৃত বদরউদ্দিনের ছেলে মোঃ বুলু (৪০) ও মৃত কুতুব উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৫০), পুরাতন বাজারের মোঃ তৌফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল (৩৫), হাঙ্গারিয়াতলা পেকড়তলার মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ মোশারফ হোসেন (৩২), প্রান্তিকপাড়ার মৃত সামসুদ্দিনের ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৭), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার মোঃ রাকিব বিশ্বাসের ছেলে মোঃ হারুন (৪০), কৃষ্ণপুরের মোঃ মাছরুলের ছেলে মোঃ নবাব (৩০) ও মোঃ এনামুল হকের ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫), সিরাজগঞ্জ হরিনাথপুরের (বর্তমানে বারোঘরিয়া কুলপাড়া) মোঃ আজহার আলীর ছেলে মোঃ বাচ্ছু (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদকসেবিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!