ঝুঁকিপূর্ণ পাহাড়ে বিচ্ছিন্ন হচ্ছে পানি-বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ

0 ১০৮,২৭০

কেউ আইনের ঊর্ধ্বে নয়-উল্লেখ করে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের গ্যাস,বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়ার দায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পাহাড়গুলোতে অবৈধ সংযোগ চিহ্নিত করে তার তালিকা জেলা প্রশাসনের কাছে জমা দিবেন সংশ্লিষ্ট সেবা সংস্থাগুলো।

অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি)জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক সভায় সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম তদারকির জন্য সেবা সংস্থাগুলোর প্রতিনিধিদের এই নির্দেশনা দেয়া হয়।নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের অবৈধ পানি-বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম আবার শুরু হচ্ছে।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোহাম্মদ নাজমুল আহসানের দফতরে অনুষ্ঠিত নগরীর পাহাড় থেকে পানি,বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম তদারকির জন্য গঠিত কমিটির সভায় সেবা সংস্থাগুলোর প্রতিনিধিদের তিনি এই নির্দেশনা দেন।তালিকা পাওয়ার পর এ সব সংযোগ বিচ্ছিন্ন ও অবৈধ বসতি উচ্ছেদ কার্যক্রম শুরু হবে।

এই ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের পানি, বিদ্যুৎ এবং গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ কার্যক্রম মনিটরিং কমিটির সভায় অংশ নেন পিডিবি চট্টগ্রামের সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম,চট্টগ্রাম ওয়াসার উপ-সহকারী প্রকৌশলী বিকাশ চন্দ্র নাথ,জাহাঙ্গীর আলম,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোবাশ্বের এম হোসেন,কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক রাফাত হাসান,বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী তৌফিকুল আলম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!