দশ দিন পর বিএমও ডিপোতে মিললো পোড়া হাড়

0 ২০০,১১৭

অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের দশ দিন পর সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বেসরকারি কন্টেইনার বিএম ডিপোতে কিছু হাড় উদ্ধার করা হয়েছে।আজ বিকেল তিনটার দিকে ডিপোর লম্বা শেডের মাঝখানের একটি পিলারের নিচ থেকে এ হাড়গুলো উদ্ধার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার পরিদর্শক তদন্ত সুমন বণিক গণমাধ্যমে বলেন,সীতাকুণ্ডের বিএম ডিপোর লম্বা শেডের মাঝখান থেকে কিছু পোড়া হাড় উদ্ধার করা হয়েছে।হাড়গুলো সুরতহাল প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শনের সময় পায়ের দিকের কিছু হাড়গোড় উদ্ধার করা হয়েছে। এটাকে একটি মরদেহ হিসেবে গণনা করা হচ্ছে।

গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর একের পর এক বিস্ফোরণে তা ছড়িয়ে পড়ে।ভয়াবহ ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে প্রথমে ৪১ জনের লাশ উদ্ধার করা হয়।পরে লাশ উদ্ধার ও হাসপাতালে মৃত্যু নিয়ে সর্বমোট ৪৯ জনের মৃত্যু হলো।এর মধ্যে ১০ জনই ফায়ার সার্ভিসের কর্মী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!