দাওরা হাদিস সমাপনী ছাত্রদের বিদায়ী অনুষ্ঠান।

0 ৭৬,৮৬৮

ছাত্র জীবন শেষ,শুরু হবে কর্মজীবনের বাস্তবতা,এক কঠিন বাস্তবতা।আখেরাতের পথে সুদৃঢ় থাকার সংকল্প এবং ভাল মানুষ হয়ে দুনিয়ার জীবন অতিবাহিত করার প্রচেষ্টায় সফলতা অর্জন – কোনটাই করা যাবে না বর্জন।

১৩ শাবান ১৪৪৩,১৬ মার্চ ২০২২ , বুধবার বাদে যোহর ‘দাওরা-এ-হাদিস'(মাস্টার্স সমান)উত্তীর্ণ ছাত্রদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপন উপলক্ষ্যে আয়োজিত হয় বিদায়ী অনুষ্ঠান।

এই মহতী অনুষ্ঠানটি উপস্থাপন করেন অত্র মাদ্রাসার জামাতে উলার ছাত্র জাবের আব্দুল্লাহ জামিয়া বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশর আমীর আল্লামা শহ মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন ‘ঈমাম বুখারী(র:) কেবল মাত্র আল্লাহ’র সন্তুষ্টির জন্য ১৬ বছর কঠোর অনুশীলনের মাধ্যমে,৭৩৯৩-টি হাদিস সংকলন করেন।

তিনি প্রতিটি হাদিস সংকলনের পূর্বে গোসল করেন, রোজা রাখেন এবং এস্তেখারার সালাত আদায় করেন।অতি কঠোর পরিশ্রম,অধ্যবসায়,একাগ্রতা ও সর্বোপরি মহান আল্লাহ্ পাকের অসীম রহমতে ইমাম বুখারী(র:)আজ এক শ্রদ্ধার আসনে আসীন হন !’

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়ার প্রধান মুফতি শাইখুল হাদিস আল্লামা মুফতি মাহমুদুল হাসান সাহেব,বাবুনগর মাদ্রাসার সহকারী পরিচালক আল্লামা আইয়ুব বাবুনগরী সাহেব,বিশিষ্ট লেখক ও গবেষক জামীয়ার মুহাদ্দিস আল্লামা হারুন আজিজি নদভী,সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি মীর হোসেন সাহেব,মাদ্রাসার শিক্ষা পরিচালক মুফতি রহিমুল্লাহ,আরও উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম,মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুসল্লিগন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!