দোহাজারী সড়ক বিভাগের নাম মুছতে গিয়ে সড়ক বিভাগের কর্মচারীদের জনতার ধাওয়া।

0 ৬৮৮,০০৬

দক্ষিন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাণিজ্যিক রাজধানী নামে খ্যাত দোহাজারী পৌরসভা।মোগল আমল থেকেই এ জনপদের নাম দোহাজারী নামকরণ করা হয়।মোগল,ব্রিটিশ ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দোহাজারী নামটি ঘিরে রয়েছে অনেক ঐতিহ্য ও ইতিহাস।স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানে পদচারণ হয়েছে এই দোহাজারীতে।দীর্ঘদিন ধরে দোহাজারী সড়ক বিভাগের নামটি পরিবর্তনের গুঞ্জন শোনা যায়।

গত ১৭/০৪/২০২৩খ্রী: তারিখে উপসচিব শের মাহাবুব মুরাদের স্বাক্ষরিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়,সড়ক পরিবহন ও সেতু বিভাগ,দোহাজারী সড়ক বিভাগের নাম পরিবর্তন করে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ নামকরণ করা হলো এ মর্মে প্রজ্ঞাপন জারি করে।বিষয়টি দোহাজারী ও পার্শ্ববর্তী এলাকাবাসীর প্রকাশ্যে আসলে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার ঘটে।এরই জের ধরে গত ৩০/০৪/২০২৩ ইং রাতে সড়ক বিভাগের কর্মচারীরা “দোহাজারী সড়ক বিভাগ” নামকৃত সাইনবোর্ড মুছে “চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ” লিখতে চাইলে দোহাজারীর নেতৃস্থানীয় ও শতাধিক এলাকাবাসী সড়ক বিভাগের কর্মচারীদের ধাওয়া করে।উপস্থিত জনতার ধাওয়া খেয়ে সড়ক বিভাগের কর্মচারীরা তৎক্ষনাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক নবাব আলী,সাবেক চেয়ারম্যান নোমান বেগ,পৌর সহায়ক জাহাঙ্গীর মেম্বার,আসহাব উদ্দিন,জাহাঙ্গীর মেম্বার(কালিয়াইশ)সহ দোহাজারী ও কালিয়াইশের কয়েক শতাধিক এলাকাবাসী।

এ বিষয়ে দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহের সাথে যোগাযোগ করলে বিষয়টি তিনি অস্বীকার করে বলেন,সরকার যে নাম করণ করবে সে নামই আমরা সাইনবোর্ডে ব্যবহার করবো।বিষয়টি তিনি অস্বীকার করলেও ঘটনার কিছু ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে দেখা যায়।দোহাজারী সড়ক বিভাগের নামটি পুনর্বহাল রাখতে দোহাজারী নাগরিক কমিটির উদ্যোগে আগামী ২মে মঙ্গলবার বিকেল ৩টায় দোহাজারী হাজারী টাওয়ার চত্বরে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে।সরকারের কাছে এলাকাবাসী ও বিভিন্ন যায়গা থেকে আসা(পটিয়া,সাতকানিয়া,লোহাগাড়া)ব্যবসায়ীদের দাবী ঐতিহ্যবাহী দোহাজারী সড়ক বিভাগের নামটি পুনর্বহাল রাখা হোক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!