দ্রব্যমূল্যর উর্ধ্বগতি ও শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার বিক্ষোভ মিছিল।

0 ৫০৬,৬২২

২০২৩ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে জনগনের বোধ-বিশ্বাস,সাংস্কৃতি ও জাতীয় সার্থকে উপেক্ষা করে সাম্প্রদায়িক উস্কানি ও তথ্য ইতিহাস বিকৃতি,বিতর্কিত ও অবৈজ্ঞানিক মানব সৃষ্টির তত্ত্ব অনুপ্রবেশ ও ট্রান জেন্ডার টার্ম,পৌত্তলিক ও ব্রাক্ষণ্যবাদী সংস্কৃতির আধিপত্য এবং ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিষয় বস্তু বাতিল,শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার দাবি এবং দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্ম সূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২৪শে ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে সেনের হাট বায়তুর রহমত জামে মসজিদ চত্বরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সন্দ্বীপ উপজেলা পরিষদের গেইটে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।সন্দ্বীপ উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওঃ সুলতানুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন জাতীয় মাশায়েখ আঈম্মা পরিষদ সন্দ্বীপ উপজেলার সভাপতি মুফতি আবুল কাশেম,সেক্রেটারি মাওলানা মাহফুজুর রহমান সাহেব, ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নাজিমুদ্দিন ভূঁইয়া সাহেব,দপ্তর সম্পাদক মাস্টার আমিন রসুল রিয়াদ,জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ উপজেলার সভাপতি মাস্টার মাকসুদুর রহমান,বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ উপজেলার সদর মাওলানা আবু বকর সিদ্দিক,সেক্রেটারি হাফেজ নুর ইসলাম,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা সাধারন সম্পাদক মাওঃ আব্দুল করীম,ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ উপজেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ আরাফাত ইসলাম প্রমুখ ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!