নোয়াখালীর সাথে সন্দ্বীপের সংযোগ বাঁধ নির্মাণের আশ্বাস- সন্দ্বীপের উড়িরচরে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল(অবঃ) জাহিদ ফারুক।

0 ২২৮

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক সন্দ্বীপ উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন উরিরচরকে ক্রসড্যাম কিংবা সড়কবাঁধের মাধ্যমে পর্যায়ক্রমে মূল ভূখন্ড নোয়াখালীর কোম্পানীগঞ্জ সহ পাশের জাহাইজ্জার চর(স্বর্ণদ্বীপ) ও উপজেলা সদর সন্দ্বীপের সাথে সংযুক্ত করার আশ্বাস প্রদান করেছেন।রবিবার সকালে প্রতিমন্ত্রীর উরিরচর আগমন উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১০ টায় তিনি সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে সাথে নিয়ে হেলিকপ্টার যোগে উরিরচরে পৌঁছেন। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সহ স্পিডবোটে উরিরচরে ভাংগন কবলিত এলাকা পরিদর্শন করে তিনি সমাবেশে যোগ দেন। উড়িরচর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সোহেল রানার সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এম.পি। তিনি বিচ্ছিন্ন উরিরচরের ভাঙ্গন বন্ধে জোরালো দাবী উত্থাপন সহ সন্দ্বীপ উপজেলা সদরের সাথে উড়িরচর ইউনিয়নবাসীর সড়ক যোগাযোগ প্রতিষ্ঠায় মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন- আগামী এক সপ্তাহের মধ্যে উড়িরচরের ভাঙ্গন বন্ধে উদ্যোগ নিতে একটি সমীক্ষা কমিটি সন্দ্বীপের ভাঙ্গন কবলিত এলাকায় পাঠাবেন। তাদের প্রদত্ত রিপোর্ট অনুযায়ী উরিরচরের ভাঙ্গন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন তিনি।মন্ত্রীর আগমন উপলক্ষে গত দু’দিন ধরে গোটা উরিরচরে ছিল সাজ সাজ রব। কারন ১৯৮৫ এর জলোচ্ছাসের পর কোন মন্ত্রীর এ প্রথম সফর ছিল উরিরচরে। তাই মন্ত্রীকে দেখার জন্য দক্ষিন উরিরচরে মেঘনা চ্যানেল পাড় ও সমাবেশস্থল ছিল লোকে লোকারন্য। সমাবেশ শেষে প্রতিমন্ত্রীকে নিয়ে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা সাড়ে ১১ টার দিকে হেলিকপ্টারে সন্দ্বীপের সারিকাইত এলাকার ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন ও নির্ধারিত সমাবেশে যোগ দেয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!