পলোগ্রাউন্ড মাঠে নজর কাড়ছে প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের ৩০ বেলুন।

0 ৫০৬,৭১৫

চট্টগ্রাম নগরীতে প্রায় এক দশক পর আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই নিয়ে উৎসাহ উদ্দীপনা নেতাকর্মীদের মাঝে।সবাই যার যার মতো পোস্টার-ব্যানার তুলতে ব্যস্ত।কিন্তু এসবের মাঝে ব্যতিক্রমী আয়োজন রামপুর ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও চসিকের প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের।তিনি ব্যানার-পোস্টারের বদলে টাঙিয়েছেন নানা ধরনের বেলুন।

চসিকের প্যানেল মেয়র ও রামপুর ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটনের ব্যতিক্রমধর্মী
আকাশচুম্বি ৩০টি বেলুনে দূর থেকে যেমন দেখা যাচ্ছে তেমনি শোভা বাড়িয়েছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের।মাঠের সৌন্দর্য বাড়িয়েছে অনেকাংশে।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত এই ভিন্ন ভিন্ন রঙে এসব বেলুন রাঙানো হয়েছে।

এমন আয়োজনের বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও আব্দুস সবুর লিটন বলেন,দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে চট্টগ্রামের মানুষ খুব আনন্দিত।পোস্টার-ব্যানার বাদ দিয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্মরণীয় করে রাখতেই পলোগাউন্ড মাঠে বড় আকারের ৩০টি বেলুন উড়বে।এসব বেলুনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিও রয়েছে।যা জনসভায় আগত নেতাকর্মীদের আরও উৎসাহিত করবে বলে আমার প্রত্যাশা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!