পেকুয়ায় কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম যাত্রা শুরু।

0 ২০৮

আমিনুল ইসলাম বাহারঃ কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুভ উদ্বোধন হল কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম।(০৭ ফেব্রুয়ারি রবিবার) সকালে টিকাদান কার্যক্রমের শুরুতেই টিকা গ্রহন ও আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাছেম বিল্যাহ মহোদয়। এরপর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মোহাম্মাদ ছাবের মহোদয় ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার টিকা গ্রহণ করেন।এসময় স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের সদস্যরা টিকা গ্রহন করেন। দীর্ঘসময় পর টিকা আসলো বাংলাদেশে তারই ধারাবাহিকতায় পাবে দেশের প্রায় মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়,প্রথমধাপে পাওয়া এই টিকাগুলো অগ্রাধিকার ভিত্তিতে করোনাকালের সম্মুখসারির লোকজন যেমন জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পাবেন। সে অনুযায়ী তাদের তালিকা করা হয়েছে বলে জানান। এ নিয়ে শুরু হল পেকুয়ায় কেভিড-১৯ টিকাদান কার্যক্রম। এরইমধ্যে টিকা প্রয়োগের জন্য গঠিত টিমের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!