ফ্রান্সে মহানবী (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে গোয়ালডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0 ২৩৮

বি এম আলাউদ্দীন আশাশুনি প্রতিনিধি: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও কটুক্তির প্রতিবাদে আশাশুনি উপজেলার বড়দলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমামদের নেতৃত্বে নবী (সঃ) প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি গোয়ালডাঙ্গা বাজারের গদাইপুর সড়ক ও তেঁতুলিয়া সড়কের বিভিন্নস্থান প্রদক্ষিন শেষে বকুল তলা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এসময় বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সঃ) কে সৃষ্টি করা না হলে এই পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হতো না। আর তাকে নিয়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। আমরা এই ব্যঙ্গচিত্র ও কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সমাবেশ থেকে ফ্রান্স সরকার কর্তৃক মুসলিম দেশগুলোর সরকার প্রধানের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। এসময় ফ্রান্স সরকার কর্তৃক ক্ষমা না চাওয়া পর্যন্ত বক্তারা বাংলাদেশ সরকারের কাছে ফ্রান্সের সকল পণ্য বর্জন করা, তাদের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও বাংলাদেশে ফ্রান্সের দূতাবাস বন্ধের দাবী জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!