বাংলাদেশ জাতির পিতা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

0 ৬৩৫,৪৩৬

বাংলাদেশ জাতির পিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ২৭শে অগাস্ট রবিবার বিকেল চারটায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতির পিতা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ এ সৌরভ খানের সভাপতিত্বে এবং বাংলাদেশ জাতির পিতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিন্নাতুল ইসলাম জিন্নাহর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম।

উক্ত অনুষ্ঠানের উদ্ভোদক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা উত্তর মহানগর উত্তর শাখার সভাপতি এবং বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ জাতির পিতা পরিষদের সহ-সভাপতি এড এস এম নজরুল ইসলাম।বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আব্দুর রহিম শেখ সৈকত।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ বি করিম,বঙ্গবীর জেনারেল ওসমানী ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ গণ আজাদী লীগের মহাসচিব আতাউল্লাহ খান আতা,বঙ্গবীর জেনারেল ওসমানী ফাউন্ডেশনের সভাপতি জায়েদ এ রেজা,জাতীয় সম্মিলিত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জি কে বাবুল,রেজানুল হক,এস এম আলমগীর হোসেন,নাজনীন সপ্না নাহিদা আফরোজ লিজা।

এছাড়া সার্বিক সহযোগিতায় ও ব্যবস্থাপনায় এস এম আলমগীর হোসেন,বাংলাদেশ জাতির পিতা পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সজিব হোসেন রাজ।

অনুষ্ঠানের উদ্বোধক খান সেলিম রহমান বলেন,১৯৭৫ সালের ১৫ই আগস্ট কাল রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সেনা সদস্য ঘাতকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে।
​জাতির পিতার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব,তিনপুত্র ক্যাপ্টেন শেখ কামাল,লেফটেন্যান্ট শেখ জামাল,দশ বছরের শিশুপুত্র শেখ রাসেল,পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর সহোদর শেখ আবু নাসের,কৃষকনেতা আব্দুর রব সেরনিয়াবাত,যুবনেতা শেখ ফজলুল হক মণি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি,বেবী সেরনিয়াবাত, সুকান্ত বাবু,আরিফ,আব্দুল নঈম খান রিন্টুসহ পরিবারের ১৮ জন সদস্যকে ঘৃণ্য ঘাতকরা এ দিনে হত্যা করে।জাতির পিতার সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল জামিলও নিহত হন।ঘাতকদের কামানের গোলার আঘাতে মোহাম্মদপুরে একটি পরিবারের বেশ কয়েকজন হতাহত হন।এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক বিচারপতি নিজামুল হক নাসিম বলেন,সরকারের প্রতি আপনারা আস্থা রাখুন এবং আগামীতে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবেন কারণ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন দিন দিন বৃদ্ধি পাবে,হাজারো অসহায় পরিবার ভালোভাবে বাঁচতে পারবে।

তিনি আরো বলেন,যারা জামাত ইসলাম করেন আপনারা ইসলামের অপব্যাখ্যা করবেন না।মিথ্যা বলে ইসলামকে ধ্বংস করবেন না।যুদ্ধ অপরাধীদের কোন ক্ষমা নাই।তারপরও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতাকর্মী দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানের সভাপতি এম এ এ সৌরভ খান বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সাথে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ,সহযোগী,ভ্রাতৃপ্রতিম, সামাজিক,সাংস্কৃতিক সংগঠনসহ দলের সকল স্তরের নেতা-কর্মী,সমর্থকদের প্রতি উদার্থ আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!