বাকেরগঞ্জের নলুয়ায় সমাজসেবিকা মুন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী

0 ২৫৩

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফেরদৌসী মজুমদার মুনকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা।ফেরদৌসী মজুমদার মুন নলুয়া ইউনিয়নের আফালকাঠী গ্রামের গিয়াস উদ্দীন মৃধার কণ্যা। তার পিতা গিয়াস উদ্দীন মৃধা বাংলাদেশ অবজারভার পত্রিকার সাংবাদিক এবং দাদা মরহুম আব্দুল লতিফ মৃধা ওরফে আরফিন মৃধা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট (বর্তমান ইউপি চেয়ারম্যান পদমর্যাদা) ছিলেন। ফেরদৌসী মজুমদার মুন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলালীগের সদস্য এবং ঢাকার যাত্রাবাড়ি থানার সহ-সভাপতি পদে আসীন আছেন।ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামীলীগের ত্যাগী, দক্ষ সংগঠক, কর্মঠ ও পরিচ্ছন্ন রাজনীতিক ফেরদৌসী মজুমদার মুনকে ঘিরে দলমত নির্বিশেষে আশার আলো দেখছেন নলুয়া ইউনিয়নের সাধারণ মানুষ। নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীদের দাবি উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে একমাত্র মহিলা প্রার্থী ফেরদৌসী মজুমদার মুনকে মনোনয়ন দেয়ার।এমনি একজন নতুন ভোটার ফয়সাল ওয়াহিদ বলেন, নারী জাগরনের অগ্রদূত মুন আপা আমাদের নলুয়া ইউনিয়নের গর্ব। চেয়ারম্যান প্রার্থী মুন আপাকে সাথে নিয়ে আমরা শিক্ষিত সমাজ গড়তে চাই। আমি মনে করি আওয়ামীলীগ থেকে মুন আপাকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। আর তিনি নির্বাচিত হলে মাদক ও নিরক্ষরমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে পারবেন।আফালকাঠী গ্রামের দরিদ্র গৃহবধূ শেফালী বেগম বলেন, “মুন আপা খুব মানুষ। হে আমারে অনেক উফকার হরছে। করোনার সময় খাদ্য সামগ্রী ও শীতে কম্বল দিছে। মুন আফার ফ্যান্নে মোরা মোন দিয়া দোয়া হরি। আল্লার দোয়ায় দল য্যানো হ্যারে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়োন দেয়”।নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়ন আওয়ামীলীগের একজন নেতা অকপটে স্বীকার করলেন ফেরদৌসী মজুমদার মুনের কথা। তিনি বলেন, মুন আপা খুব ভদ্র মানুষ। আমি তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই। মুন আপাকে আমরা নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পেলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস। নলুয়া ইউনিয়নে গিয়ে এমন হাজারও মানুষের মুখে মুখে শোনা গেল মুনের প্রসংশার কথা।বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেয়ার পর থেকেই পুরো ইউনিয়নজুড়ে এখন আলোচনায় মুখর হয়ে উঠেছে মুনকে নিয়ে। আর তাই নলুয়া ইউনিয়নে উন্নয়নের পাল তুলতে মুনকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় এলাকাবাসী।আওয়ামীলীগ নেত্রী ও সমাজসেবিকা ফেরদৌসী মজুমদার মুন প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর মেধার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনকে দেওয়া তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তিনি সব শ্রেনী-পেশার মানুষের অন্তরে স্থান করে নিবেন বলে এমনটাই তার প্রত্যাশা।এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী ফেরদৌসী মজুমদার মুন বলেন, ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। দলের দুর্দিনে দলের জন্য অনেক কাজ করেছেন। কখনো দলচ্যুত হননি। বাকেরগঞ্জ উপজেলার ১৪ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মোট ৯৬ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে তিনিই একমাত্র মহিলা চেয়ারম্যান প্রার্থী। তিনি আশা প্রকাশ করছেন দলে তার অবদান এবং এক-তৃতীয়াংশ মহিলা কোঠা বিবেচনা করে মাননীয় প্রধান মন্ত্রী তাকে মনোনয়ন দিবেন। তার স্বপ্ন তিনি ভবিষ্যতে নলুয়ায় একটি হাসপাতাল ও বৃদ্ধাশ্রম নির্মাণ করবেন। এছাড়াও তিনি তার মায়ের নামে মমতাজ মেমোরিয়াল কিন্ডার গার্টনকে কলেজে রুপান্তরিত করবেন। তিনি এলাকায় প্রত্যাশা প্রতিবন্ধী বয়স্ক ও গণশিক্ষা কেন্দ্রেরও প্রতিষ্ঠাতা।তিনি আরও বলেন, আমি গ্রামকে শহরে রুপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় জনগনের মাঝে কাজ করতে চাই। সব কিছু বিবেচনা করে দল যদি চেয়ারম্যান পদে আমাকে সমর্থন দেয় আমি নির্বাচন করবো। আমি নির্বাচিত হলে এলাকায় ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরমুক্ত একটি আধুনিক সমাজ গড়ে তুলবো। সাথে সাথে প্রতিটি এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!