বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকের সেবা বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

0 ১,০০০,১২৮

বাগেরহাটে কমিউনিটি ক্লিনিকের সেবা বৃদ্ধি বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৬/০২/২০২২ শনিবার বিকেলে বাগেরহাট ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের আয়োজনে ও প্লাটফরম ফর ডায়াগ প্রকল্পের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, ডেপুটি সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মুছাব্বেরুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বকশী, গণযোগাযোগ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মেহেদী হাসান, খানজাহান আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোন্দকার আসিফ উদ্দিন রাখি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত কুমার মন্ডল, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ চন্দ্র রায়, পি ফর ডি প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী কামরুল হাসান, ফ্যাসিলেটেটর গোপিনাথ সাহা, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আঃ সালাম শেখ, পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সাংবাদিক কামরুজ্জামান, এস এস শোহান,সোহেল রানা বাবু, কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় গেল নভেম্বর মাসে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপের প্রতিশ্রুত অর্জন গুলো তুলে ধরা হয়। আগামী দিনে চ্যালেঞ্জগুলো উত্তরণের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।কমিউনিটি ক্লিনিকের সেবা বিষয়ক বিভিন্ন সংকট, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ জনগণের সেবা প্রাপ্তিতে সব ধরণের সংকট দূরীকরণের প্রতিশ্রুতি দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!