বাঙ্গরায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

0 ২৩৩

সাখাওয়াত হোসেন তুহিন মুরাদনগর কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পূর্ব ইউনিয়নের আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার বিকেলে খামার গ্রামের বালুর মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বাবলু আলী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।

বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী হয়েছেন শফিকুল ইসলাম সরকার ও বাবলু আলী খাঁন এবং সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন আনোয়ার পারভেজ, রাজা এম.এ ছাত্তার এবং শেখ রফিকুল ইসলাম। সকল প্রার্থীরা একমত হয়ে প্রস্তাব করেন পরবর্তীতে খুব শিগ্রই স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ’র মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা যুবলীগের আহবায়ক নাইউম খান, প্রধান বক্তা ছিলেন আব্দুল্লাহ নজরুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ালীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডঃ আবুল কালাম আজাদ তমাল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাছের সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের স্বাস্হ বিষয়ক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরকার, বাঙ্গরা বাজার থানা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মিয়া মাছুম, বাংগরা বাজার থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সবুজ বিল্লাল, বাঙ্গরা বাজার থানা ছাত্র লীগের আহবায়ক আবুল কালাম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম বাবু, কবির আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান হাকিম সওদাগর প্রমুখ।

অন‍্যান‍্যদের মাঝে আরোও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এড. রকিব চৌধুরী, জেলার মহিলা আওয়ামীলীগের সদস্য আফজানুনেশা বাসেদ, বাঙ্গরা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌফিক সিদ্দিকী, উপজেলা কৃষকলীগের আহবায়ক কামাল উদ্দিন খন্দকার, পূর্ব ধইর পশ্চিম ইউপি’র চেয়ারম্যান শরিফুল ইসলাম, পূর্ব ধইর পূর্ব ইউপি’র চেয়ারম্যান বন কুমার শিব, আন্দিকুট ইউপি’র চেয়ারম্যান ওমর ফারুকসহ উপজেলা আওয়ামী মহিলালীগ নেত্রী কুলসুম আক্তার মিতু ও মমতাজ বেগম ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!