বায়েজিদে পাহাড় কাটায় ২ জনের বিরুদ্ধে মামলা

0 ২৬৯,০১২

চট্টগ্রাম নগরীর বায়েজিদে পাহাড় কাটার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।বুধবার(১৬ আগস্ট)রাতে বায়েজিদ থানার জালালাবাদ এলাকায় পাহাড় কেটে স্থাপনা নির্মাণের অপরাধে দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়।মামলার আসামিরা হলেন আবদুর রাজ্জাক ও মো. ইউছুপ আলী।বুধবার(১৭ আগস্ট)দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের উপপরিচালক মিয়া মাহমুদুল হক।

জানা গেছে, জালালাবাদ ওয়ার্ডের জান্নার বাপের খামার এলাকায় আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি পাহাড় কেটে স্থাপনা নির্মাণ করেন।স্থাপনা বানানোর জন্য পাহাড় কাটা শুরু হয়েছিল দু’বছর আগে।পাহাড় কেটে স্থাপনা নির্মাণের পর জানতে পারলে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। গত ২ আগস্ট পরিবেশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার সত্যতা পায়।

একই এলাকায় মো. ইউছুপ আলী নামের আরেক ব্যক্তিও পাহাড় কেটে স্থাপনা নির্মাণ শুরু করেন।উভয় স্থানে মোট চার হাজার ঘনফুট পাহাড় কাটা হয়।ওই জায়গায় কয়েকটি সেমিপাকা ঘর তৈরি করা হয়েছে। ঘরগুলোর পূর্ব দিকে প্রায় চার ফুট দূরত্বে পাহাড়ধস হয়ে মাটি ঘরের দেয়ালে এসে পড়েছে।

উপপরিচালক মিয়া মাহমুদুল হক বলেন,পাহাড় কাটার আগে আমাদের কাছে খবর থাকে না।পাহাড় কাটার পর যখন খবর পাই তখন আমরা অভিযানে গিয়ে অ্যাকশন নিই।ততদিনে দেখা যায়,পাহাড় কেটে স্থাপনা তৈরি হয়ে গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!