মুরাদনগরে জমি চাষকে কেন্দ্র করে বৃদ্ধাকে হত্যা,যুবক আটক।

0 ১৯৯

মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে জমি চাষ নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত বৃদ্ধা উপজেলার বাঙ্গরাবাজার থানার বি-চাপিতলা গ্রামের মৃত. রোসমত আলীর ছেলে মো: ইব্রাহীম (৬৯)। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টর চালক সাগর মিয়া(২২) নামে একজনকে গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামের মো: ইব্রাহীম গত কয়েক বছর যাবৎ চাষাবাদের সময় আসলে ট্রাক্টর দিয়ে ভিবিন্ন কৃষকের জমি চাষ করতেন। শুক্রবার সকালে একই গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে মো: সালাউদ্দিন (৩০) ওই এলাকায় চাষের জন্য পাশ্ববর্তী উপজেলা দেবিদ্বার পৌর এলাকার জাকির মিয়ার ছেলে সাগর মিয়া(২২) এর ট্রাক্টর ভাড়ায় এনে নিহতের ভাতিজার জমি চাষ করা আরম্ভ করে। খবর পেয়ে ইব্রাহীম মিয়া ঘটনাস্থলে আসলে সালাউদ্দিন ও ইব্রাহীমের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। বাক-বিতন্ডার এক পর্যায়ে প্রথমে কিল ঘুষি দিয়ে ইব্রাহীমকে মাটিতে ফেলে দেয় সালাউদ্দিন এরপর চাষ করা জমিতে ইব্রাহীমের মাথা চেপে ধরে এতে ঘটনাস্থলে ইব্রাহীমের মৃত্যু হয়। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক্টর চালক সাগর মিয়াকে গ্রেফতার করে। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, জমি চাষের বিরোধ নিয়ে ইব্রাহীমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মো: ফারুক দুজনকে আসামী করে মামলা দায়ের করেছে। পুলিশ সাগর নামে একজনকে গ্রেফতার করেছে। বাকী একজনকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!