যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে ঢাকাস্থ সন্দ্বীপের ১২টি সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত।

0 ৫০৬,৬১৭

সন্দ্বীপ চ্যানেলে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা ও যৌক্তিক ভাড়া নির্ধারণের দাবিতে ঢাকাস্থ সন্দ্বীপের ১২টি সংগঠনের উদ্যোগে আজ ১৬ই মে সোমবার সকাল সাড়ে ১০টায় শাহবাগস্থ জাতীয় যাদুঘরের সামনে সমাবেশ এবং বি.আই.ডব্লিউ.টি.এ ও বি.আই.ডব্লিউ.টি.সি-এর নিকট স্মারকলিপি পেশ কর্মসূচি পালিত হয়।

ঢাকাস্থ সন্দ্বীপের ১২টি সংগঠনের সমন্বয়ক ও সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিঃ এর সভাপতি নুরুল আকতারের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদাৎ হোসেন আশরাফের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিঃ এর উপদেষ্টা সালেহা বেগম,সাধারণ সম্পাদক,মাইনুর রহমান, সহ-সভাপতি সামছুল কবির খান,বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা’র সঞ সভাপতি বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক রাশেদুর রহমান মেনন,সন্দ্বীপ নদী সিকিস্তী পুনর্বাসন সমিতির সাধারণ সম্পাদক মনিরুল হুদা বাবন,সোলাইমান-বাদশা তালুকদার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন,সোনালী মিডিযা ফোরাম ঢাকা’র সাধারণ সম্পাদক আনোয়ারুল আলম মঞ্জু, বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সাধারণ সম্পাদক সুজন,সন্দ্বীপিয়ানের সাধারণ সম্পাদক মঞ্জুরুল মাওলা,বাংলাদেশ নৌ পরিবহন ও নিরাপদ নৌ যোগাযোগের সাধারণ সম্পাদক আমিনুর রসুল বাবুল প্রমূখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে সন্দ্বীপ নৌ চ্যানেলে নিরাপদ নৌ চলাচলের ব্যবস্থা ও যৌক্তিক ভাড়া নির্ধারণ এবং পূর্বের সাতটি ঘাট অবিলম্বে উন্মুক্ত করা; গুপ্তছড়া ঘাটে প্রতি ২ ঘন্টা পরপর অথবা তিনবার যাওয়া ও তিনবার আসার ব্যবস্থা করা,রাত্রিকালীন সময়ে চলাচলের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সিগনাল বাতি স্থাপন করা,গুপ্তছড়া ঘাটে রোগী ও লাইফ সাপোর্ট রোগীদের জন্য জরুরী ভিত্তিতে সী এম্বুলেন্স চালু করা,সন্দ্বীপের নৌ চলাচলের ভাড়া দেশের অন্যান্য নৌ রুটের সমহারে যৌক্তিকভাবে নির্ধারণ করা,অবিলম্বে রো-রো ফেরী চালু করে সন্দ্বীপের সাথে সরাসরি গাড়ী চলাচলের ব্যবস্থা করা, গুপ্তছড়া ঘাট ও কুমিরা ঘাটে ভাসমান জেটি স্থাপন করে অতি সহজে ও নিরাপদে যাত্রী পারাপার নিশ্চিত করা,পূর্বের ৭টি ঘাট পুনরায় চালু করার কার্যকরী উদ্যোগ গ্রহণ করা এবং প্রতিটি ঘাটে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেট স্থাপন করে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী’র নিকট স্মারকলিপি পেশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!