লালমোহনে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

0 ২০০

ভোলার লালমোহনে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় লালমোহন থানা মোড়স্থ বীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপজেলা প্রশাসন ও লালমোহন থানা।বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)পল্লব কুমার হাজরা’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ,সহকারী কমিশনার(ভূমি)মোঃ জাহিদুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন,মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, বীর মুক্তিযোদ্ধা শাহজান মিয়া।

এরপর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন,আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিজয়ীদেরকে আগামী ১৬ ডিসেম্বর পুরস্কৃত করা হবে।আলোচনা সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেল)মো. রাসেলুর রহমান,লালমোহন থানা অফিসার ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম,সমাজবেবা কর্মকর্তা আব্দুল মজিদ শাহ,মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী প্রমূখ।

এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে বাংলা বাজার মাহমুদিয়া দাখিল মাদ্রাসায়।মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২১)সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে সুপার মো: মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হেলাল উদ্দিন,মো: জাহিদুল ইসলাম দুলাল,আব্দুল মান্নান লিটন,মো: মাহবুবুর রহমান,আল এমরান, মো: সোহাগ, আবু তাহের, মো: রিয়াদ উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন সহকারী সুপার মাওলানা মো:ছালাউদ্দিন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!