সিএমপির চকবাজার থানার অভিযানে কাজের বুয়ার পরিচয়ে কাজ করতে গিয়ে চুরির ঘটনায় ০১ জন আটক,স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রয়লব্ধ অর্থ উদ্ধার।

0 ১০৮,৩৫৪

সিএমপির চকবাজার থানার অভিযানে কাজের বুয়ার পরিচয়ে কাজ করতে গিয়ে চুরির ঘটনায় ০১ জন আটক,স্বর্ণালংকার ও চোরাই স্বর্ণালংকার বিক্রয়লব্ধ অর্থ উদ্ধার।

বেসরকারী ব্যাংক কর্মকর্তা ফারজানা শারমিনের বাসায় কাজ নিয়েছিল কাজের বুয়া হিসেবে।গত ১২/১২/২০২১ইং তারিখ কাজ শেষে কাউকে কিছু না বলে চলে যায় এবং উক্ত বাসায় আর কাজ করতে আসে নাই।পরবর্তীতে বাদীনি গত ১৫/১২/২০২১ইং তারিখ সকাল অনুমান ০৮.৩০ ঘটিকার সময় তাহার বাসার ওয়ারড্রপের ড্রয়ার খুলে দেখতে পান যে,উক্ত ড্রয়ারে রক্ষিত তাহার সর্বমোট ০৬(ছয়)ভরি ওজনের স্বর্ণের স্বর্ণালংকার বিবাদী চুরি করিয়া নিয়া গিয়াছে।

উক্ত অভিযোগের ভিত্তিতে চকবাজার থানার এসআই(নিঃ)মোহাম্মদ শরিফুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাসলিমা খাতুন(৩৫)কে গ্রেফতার করেন। উদ্ধার করা হয় চোরাইকৃত একজোড়া স্বর্ণের কানের দুল,চোরাইকৃত স্বর্ণের বিক্রয়লব্দ ১,০৫,০০০/- (এক লক্ষ পাঁচ হাজার) টাকা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!