হাজারীবাগ সালাম সর্দার ভাইভাই রোডের মরন ফাঁদ, নজরে আনছেনা দক্ষিণ সিটি করপোরেশন।

0 ২১৫

ঢাকা দক্ষিন সিটিকরপোরেশন হাজারীবাগ এলাকায় বালুরমাঠ হাজী সালাম সর্দার ভাইভাই রোডের মাঝখানে ছোট একটি গর্ত থেকে বর্তমানে বেহালদশায় প্রতিনিয়ত দূর্ঘটনার হওয়ার অভিযোগ করেন এলাকাবাসী।অভিযোগের ভিত্তিতে স্বরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত রাস্তাটি ঢাকা দক্ষিণ সিটিকরপোরেশন দূই বছর আগে সুয়ারেজ লাইন সহ পাকা করে৷তাতে সুয়ারেজ লাইনের কাজ করার সময় রিং সঠিকভাবে না বসিয়ে জনগনকে ফাঁকি দিয়ে কোন রকমে কাজ করায় পরবর্তীতে পাকা করার পর রাস্তার ভাংতি স্থান সহ প্রায় ৮ টি পিট কভারের সমপরিমাণ রিংগুলো এলোমেলো হয়ে পানি সরতে না পাড়ায় ভাংতি স্থান দিয়ে ময়লা আবর্জনা রাস্তার উপর দিয়ে গড়িয়ে ওঠা শুরু করে মানুষের চলাচলে ও আশেপাশে বাসাবাড়িতে থাকার অনুপযোগী হয়ে পড়ে।

 

এলাকাবাসী আরো জানান, ওই এলাকাটি দক্ষিণ সিটির ৫৫ নং ওয়ার্ডের কাউন্সিল অফিসে একাধিকবার যোগাযোগ করলে গত কয়েক মাস পুর্বে পরিষ্কার পরিচ্ছন্ন কয়েকজন কর্মীর মাধ্যমে ভাংতি স্থান থেকে ময়লা আবর্জনা উঠিয়ে নিয়ে খালি গর্তটি রেখে দেয়, পাশাপাশি রাস্তাটি ধ্রুত মেরামত করার মিথ্যা আশ্বাস দিয়ে অদ্যবধি মেরামত না করার কারনে প্রতিনিয়ত রিক্সা, সাইকেল ও মোটর সাইকেল সহ নান ধরনের যান চলাচলে যেমনি অসুবিধা তেমনি ময়লা আবর্জনার দুর্গন্ধ ছড়িয়ে আশেপাশের মানুষের বসবাসে বিড়াট রকমের সমস্যার সৃষ্টি হচ্ছে।

 

বর্তমানে এই বিষয়ে এলাকার সমাজসেবকরা বিভিন্ন ভাকে কাউন্সিলরকে অবহিত করার পরও কোন কর্নপাত করছেনা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। স্বরেজমিনে গিয়ে আরো দেখা যায় ওই এলাকার পার্শ্ববর্তী শতকরা প্রায় ৬০ ভাগ জনগণ একেবারে গরিব ও অসহায়৷ তাঁরা কোনরকমে রিক্সা চালিয়ে জীবন যাপন করে৷ ময়লা আবর্জনার দুর্গন্ধের কারনে প্রায় মানুষকে সংক্রমিত রোগে আক্রান্ত হয়ে আছে বলে জানা যায়। তাই রাস্তাটি অতি ধ্রত মেরামত করে জনগনকে চলাচলের সুবিধা সহ বিভিন্ন সংক্রমিত রোগের আক্রান্ত থেকে রক্ষা করতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেওরের প্রতি দাবী জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!