
কক্সবাজারের ঈদগাঁওতে দু’বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।রোববার (৬ ফেব্রুয়ারী ) ভোররাতে ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার কাটামোরা গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে।
অগ্নিকান্ডের ফলে আনুমানিক ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে।
ক্ষতিগ্রস্থ বাড়ী মালিকেরা হলেন, ওই গ্রামের প্রবাসী সাদ্দাম ও আবুল হোসেন।
প্র্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মশা তাড়াতে আবুল হোসেন তার গোয়ালঘরে মশার কয়েল প্রজ্জ্বলন করে। এক পর্যায়ে কয়েলের আগুন পার্শ্ববর্তী খড়ের গাদায় লাগে। এতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং খড়ের গাদার অদুরের ঘর দুটিতে আগুন ধরে যায়।
সংবাদ পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে ঘর দুটি জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ওইদিন বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম ক্ষতিগ্রস্থ বাড়ী দুটি পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা,কম্বল, চাল, ও খাদ্য সামগ্রী বিতরন করেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার বাড়ী দুটি পুণঃনির্মান করে দেয়ার আশ্বাস দেন।