খুটাখালীতে হেলাপড়া বৈদ্যুতিক খুঁটি ও তার মৃত্যু ফাঁদ

0 ৭৮

কক্সবাজার প্রতিনিধিঃ চকরিয়া উপজেলার খুটাখালীতে পল্লীবিদ্যুতের হেলাপড়া খুঁটি ও তার এখন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে।পরপর ছোট বড় দূর্ঘটনা ঘটলেও কতৃপক্ষ এ ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।

অভিযোগে জানা গেছে,খুটাখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পশ্চিম নয়াপাড়া জামে মসজিদ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন এলাকার হাজারও মানুষ।সড়কে চলাচলকারীদের আতংক যেনো কিছুতেই কাটছেনা।প্রায় মাস খানিক ধরে হেলাপড়া বিদ্যুৎ খুঁটি ও তারের নিচ দিয়ে ঝুঁকিতে চলাচল করছে স্থানীয়রা।

এছাড়াও খুঁটি ঘিরে একাধিক সংযোগ লাইন থাকার কারনে দুর্ঘটনার আশঙ্কায় এলাকায় আতংক বিরাজ করছে।হেলেপড়া বিদ্যুৎ খুঁটিতে তারের জঞ্জাল থাকার কারনে যেকোন সময় ঘটতে পারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আবদু শুক্কুরের পুত্র মোহাম্মদ হুছাইন বলেন,একাধিকবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে মৌখিক ভাবে জানানো হলেও কোন সমাধান দিচ্ছেনা।
ঝুঁকিপূর্ণ খুঁটির কারনে আমার পরিবার খুব বিপদের মধ্যে আছি।যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকার একাধিক বাসিন্দা বলেন খুঁটির মধ্যে এলোমেলো তারের জঞ্জাল থাকলেও কোন নজরদারি নেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের।যদি কোনভাবে কারো হাত সেখানে লেগে যায় তাহলে মৃত্যু অবধারিত।

ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দীন বলেন,এলাকায় পল্লী বিদ্যুৎ এর হেলে পড়া খুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।যে কোন সময় বড়ধরনের দুর্ঘটনার আশংকা রয়েছে।যার কারনে এলাকায় দেখা দিয়েছে আতংক।

সরেজমিনে দেখা গেছে,বর্নিত এলাকার মোহাম্মদ হুছাইনের বাড়ির সামনে খুঁটিটি হেলেপড়ে তারের কারণে আটকে আছে। খুঁটিটা একেবারে ঝুঁকিপুর্ণ অবস্থায় আছে যেকোন সময় উপড়ে পড়তে পারে।স্থানীয়রা দ্রুত এ খুঁটি না সরালে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন।

এ ব্যাপারে চকরিয়া ডুলাহাজারা পল্লীবিদ্যুত অভিযোগ কেন্দ্রের ইনচার্য সাহেদুল ইসলাম বলেন,আমি সবে মাত্র অফিসে এসেছি,বিষয়টি আমার জানা ছিলনা আমি দ্রুত ব্যবস্থা গ্রহন করতেছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!