রিয়াদুল মামুন সোহাগঃ ডাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক,জাসদ স্থায়ী কমিটির সদস্য,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা মহানগরের যুগ্ম সমন্বয়ক, বাংলাদেশ কেমিক্যাল পারফিউম এসোসিয়েশনেের পরিচালক,সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার সভাপতি জননেতা নূরুল আকতারের করোনাভাইরাস পজিটিভ এসেছে।
আজ রবিবার ৫ই জুলাই ২০২০ সকাল ৯টায় এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।এর আগে কয়েকদিন ধরে জ্বর,কাশি ছিলো জাসদ নেতা নুরুল আকতারের।এর আগে একবার রিপোর্ট নেগেটিভ এসেছিলো কিন্তু আজ আবার পজেটিব এসেছে।
বর্তমানে তিনি ঢাকায় নিজ বাসভবনে ডাক্তারের পরামর্শে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন।দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাসদ নেতা নুরুল আকতার।
প্রসঙ্গত,নূরুল আকতার সন্দ্বীপ টাউনের বিশিস্ট ব্যবসায়ী মরহুম মৌলভী আজিজুর রহমানের পুত্র।