দৈনিক জাগ্রত চট্টগ্রাম অনলাইন পোর্টাল এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা

0 ২১৯

দৈনিক জাগ্রত চট্টগ্রাম পরিবারঃ মুসলিম ধর্মীয় ধারায় এক ত্যাগ তীতিক্ষার সফলতার আবহমান সেই কুরবানী ঈদ ইদুল আযহা যা আল্লাহকে রাজি খুশি করানোর জন্যই পালন করা হয়ে থাকে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে,দেশের ও দেশের বাহিরে সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক জাগ্রত চট্টগ্রাম অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক।

আনন্দ খুশি আর ভালবাসার সমারোহ নিয়ে আমাদের মাঝে সমাগত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আযহা,তবে এবারের ঈদুল আযহা অন্যান্য ঈদুল আযহার চেয়ে ব্যাতিক্রম।বিশ্বব্যাপি চলমান করোনা ভাইরাসের কারনে ঈদ এর আমেজ অনেকটাই বিলীন হয়েছে।

আসুন,সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নিই।আসুন জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করি।

“ঈদ মোবারক”
আজকের এই খুশিরদিনে আপনার জীবনে বয়ে আনুক অনাবিল,আনন্দ ও প্রশান্তি। Covid-19 দূর্যোগকালীন সময়ে আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!