আখাউড়া বিজিবি ও বিএসএফের বৈঠক অনুষ্ঠিত হয়েছে

0 ১০০,৬১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ মার্চ) সকাল ১১ টা ৩০ মিনিটে আখাউড়া স্থলবন্দর সীমান্তের উদ্ভিদ সংগনিরোধ কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আগামী ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত সরাইল রিজিয়ন কমান্ডার ও ভারতের ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে সিলেটে সীমান্তে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের প্রস্তুতি ও সীমান্তের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

দ্বিপক্ষীয় বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) পক্ষে সরাইল রিজিওয়ান এর বিএ- ৫১৭৫ লে. কর্নেল আব্দুল কাদের মোঃ আশরাফ আল মামুন এসইউপি (পরিচালক অপারেশন) নেতৃত্ব দেন।

অপরদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর পক্ষে ত্রিপুরা ফ্রন্টিয়ারের নোডাল অফিসার সারুজ কুমার সিংহ নেতৃত্বে ছিলেন।

এর আগে বেলা ১১ টা সময় বিএসএফ কর্তৃপক্ষ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তের শূন্য রেখায় পৌঁছলে বিজিবি কর্তৃপক্ষ ফুল উপহার দিয়ে স্বাগত জানান।

এসময় বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে ফুল ও গাছের চারা উপহার হিসেবে তুলে দেন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ (পিএসসি আর্টিলারি), এডিশনাল ডাইরেক্টর স্টাফ অফিসার সেক্টর হেডকোয়ার্টার সিলেট মোঃ সাইফুল ইসলাম (পিএসসি) ভারতীয় বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর নোডাল অফিসার-২ এর নানদিস কানওয়ার, সেকেন্ড ইন কমান্ড নোডাল অফিসার মেঘালয় ফ্রন্টিয়ার -৩ এর অরুণ কুমার ভার্মা, সেকেন্ড ইন কমান্ড স্টাফ অফিসার ত্রিপুরা ফ্রন্টিয়ার- ৪ এর ভিবেক মিশ্রা, ডেপুটি কমান্ডেন্ট ভেক স্টাফ অফিসার -৫ এর মানিস নেগি উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!