আনোয়ারায় ইউপি নিবার্চনে নৌকা ৮,বিদ্রোহী ১ জয়।

0 ১৫৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইউপি নির্বাচনে ৯টি ইউনিয়নের মধ্যে ৮টিতে আওয়ামীলীগ মনোনীত সকল প্রার্থী বিজয়ী হলেও অপর একটিতে নৌকার ভরাডুবি হয়েছে।বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসাহ-উদ্দীপনা,সংঘাত খুনের মধ্যেই ১০ ইউনিয়নের ৯০টি ভোট কেন্দ্রে চলে ভোট গ্রহণ৷

ভোটের লড়াইয়ে চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন,বারশত ইউনিয়নে এম.এ কাইয়ূম শাহ্ (নৌকা)১১ হাজার ৩৬০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিনুল হক চৌধুরী(আনারস)২ হাজার ৫৩৪ ভোট,রায়পুর ইউনিয়নের বিদ্রোহী আমিন শরীফ(ঘোড়া)৭ হাজার ৩৭১ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জানে আলম(নৌকা)৪ হাজার ৭৫৫ ভোট, বরুমচড়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম(নৌকা)৪ হাজার ৫২৬ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহদাত হোসেন চৌধুরী(সিএনজি)৩ হাজার ৪৭৪ ভোট ও আবুল বশর(আনারস)৩ হাজার ৩২৫ ভোট,আনোয়ারা সদর ইউনিয়নে অসীম কুমার দেব(নৌকা)৪ হাজার ৮৫ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিদারুল ইসলাম চৌধুরী টিপু (মোটরসাইকেল)২ হাজার ২৪৯ ভোট ও শহীদুল ইসলাম(আনারস)পেয়েছেন ২৯২ ভোট, পরৈকোড়া ইউনিয়নে মামুনুর রশিদ চৌধুরী আশরাফ(নৌকা)৮ হাজার ৯০৭ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজিম উদ্দিন(মোটরসাইকেল)১ হাজর ৭৫৮ ভোট,হাইলধর ইউনিয়নে কলিম উদ্দিন নৌকা ৯ হাজার ৯৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো.সোলাইমান(আনারস) ১ হাজার ৬৭১ ভোট ও আবু তাহের(চশমা) পেয়েছেন ১ হাজার ৫৪৪ ভোট।

তাদের মধ্যে বৈরাগ ইউনিয়নের নোয়াব আলী, চাতরী আফতাব উদ্দিন চৌধুরী সোহেল ও বারখাইনের হাসনাত জলিল শাকিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন।তবে বটতলীতে চেয়ারম্যান নির্বাচন স্থগিত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!