‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় চলছে গাড়ি রেজিষ্ট্রেশন কার্যক্রম

0 ৮৮

অদ্য ১৩ ডিসেম্বর, ২০২১ খ্রী. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম নগরীর জিইসি মোড়ে, বহদ্দারহাটে স্থাপিত বুথের রেজিষ্ট্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এসময় তিনি জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

এতে রেজিস্ট্রিকৃত এসকল সিএনজি চালিত অধিকতর নিরাপদ বোধ করবেন। গাড়িতে উঠামাত্র নির্দিষ্ট এপসের মাধ্যমে কিউ আর কোড স্ক্যান করে উক্ত সিএনজি অটোরিকশার মালিক ও ড্রাইভারের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সিএনজি অটোরিকশার ড্রাইভার কর্তৃক কোন অপরাধ সংগঠিত হলে অপরাধী সনাক্তকরণ সহজতর হবে। পরিচয়পত্র দৃশ্যমান থাকার ফলে যাত্রীরা অভয় ও স্বস্তিতে ভ্রমন করতে পারবেন। মালিক ও চালকের সকল তথ্য সংরক্ষিত থাকার ফলে যাত্রীদের ভুলে ফেলে যাওয়া জিনিসপত্র উদ্ধার করা সহজতর হবে।

প্রাথমিকভাবে নগরীর আটটি পয়েন্টে স্থাপিত বুথের মাধ্যমে চলমান রয়েছে এই রেজিষ্ট্রেশন কার্যক্রম। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ এ সংক্রান্তে নগরীর সচেতন জনসাধারণের সহযোগিতা কামনা করছে।

এসময় এরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শ্যামল কুমার নাথ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!