কক্সবাজারে র‍্যাবের ভেজাল বিরোধী অভিযান: ৪ রেষ্টুরেন্টকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা

0 ৩৪৪

আবদুর রাজ্জাকঃ কক্সবাজারে কলাতলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর অপরাধে শালিক রেষ্টুরেন্ট, হাড়ি রেষ্টুরেন্ট এন্ড বারবি কিউ তান্দুরী, রুপসী বাংলা রেষ্টুরেন্ট, কুসুমকলি রেষ্টুরেন্টকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব-১৫’র ভ্রাম্যমান আদালত।বুধবার ( ১৭ ফেব্রুয়ারী )সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত কক্সবাজার সদর এলাকার বিভিন্ন রেষ্টুরেন্টে র‍্যাবের আইন ও নির্বাহী ম্যাজিষ্টেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।এসময় ভেজাল ও অপরিষ্কার খাবার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং বিএসটিআই আইন ১৮ মোতাবেক শালিক রেষ্টুরেন্টকে ৩ লাখ ৫০ হাজার টাকা, নিরাপদ খাদ্য আইন ২০১৩ মোতাবেক হাড়ি রেষ্টুরেন্ট এন্ড বারবিকিউ তান্দুরীকে ৫ লাখ টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক রুপসী বাংলা রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক কুসুমকলি রেষ্টুরেন্ট কলাতলীকে ৭০ হাজার টাকা সহ সহ সর্বমোট ৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!