খুটাখালীতে পুর্বশক্রুতার জের ধরে বসতবাড়ীর ঘেরাবেড়া ভাংচুর,আহত-২

0 ৯৮

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় রাতের অন্ধকারে পুর্বশক্রুতার জের ধরে বসতবাড়ীর ঘেরাবেড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।এসময় তাদের বাঁধা দিতে গিয়ে কবির আহমদ(৪০) ও সরওয়ার কামাল(৩২)নামের দু’সহোদর গুরুতর আহত হয়েছে।তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

গত সোমবার রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর পাড়াস্থ ফরিদুল আলমের ভাড়া বাসায় ঘটে এ ঘটনা।এ ঘটনায় ফরিদুল আলমের পুত্র সরওয়ার কামাল বাদী হয়ে চকরিয়া থানায় ২জনকে আসামী করে একখানা এজাহার জমা দিয়েছেন।এতে অভিযুক্তরা হলেন ইউনিয়নের ৬নং ওয়ার্ড ভিলেজারপাড়া গ্রামের হেডম্যান নুরুল আলমের পুত্র মোঃ ফারুক(৩৫) ও সেগুন বাগিচা গ্রামের মোঃ ইদ্রিছের পুত্র শাহাব উদ্দীন (৪৫)।

থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা গেছে,এদিন রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্ত ফারুক-শাহাব উদ্দীন অজ্ঞাতনামা আরো ৪/৫ জন লোক নিয়ে অর্তর্কিত অবস্থায় ফরিদুল আলমের ভাড়া বাসার ঘেরাবেড়া ভাংচুর চালিয়ে গালিগালাজ করে।এসময় তারা ভাড়াবাসার গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল লুটসহ অন্তত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধন করেছে বলে বাদীর এজহারে উল্লেখ রয়েছে।একপর্যায়ে বাসার মালিক পুত্র প্রবাসী কবির আহমদ তাদেরকে বাঁধা দিতে গেলে তাকে লাটি দিয়ে পিটিয়ে মারাত্নক জখম করে।শোরচিৎকারে ছোট ভাই মামলার বাদী সরওয়ার কামাল এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।কেটে ফেলা হয়েছে ঘরের আসবাবপত্র,দোকান ঘরের লাইট, তালা।বাদ যাইনি তাদের পালিত কুকুরও।

এ ঘটনায় পরদিন মঙ্গলবার সকালে ২ জনের নাম উল্লেখ করে চকরিয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের ফরিদুল আলমের পুত্র সরওয়ার কামাল।খবর পেয়ে এদিন বিকেলে থানা পুলিশের এসআই আবু সায়েম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মামলার বাদী সরওয়ার কামাল বলেন,শান্তি রক্ষার্থে ন্যায় বিচারের স্বার্থে থানায় এজাহার দায়ের করেছি।তিনি পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেছেন।জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার এসআই আবু সায়েম বলেন, মূলত কিসের বিরোধের জের ধরে বসতবাড়ির ঘেরাবেড়া ভাংচুর করা হয়েছে বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!