নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

0 ২০০,১৯৩

নতুন প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ১২ হাজার কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদৃষ্টা,আধুনিক বাংালাদেশের স্থাপতি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখা হাসিনা মাত্র ১৩ বছরে বাংলাদেশটাকে ডিজিটাল রুপান্তর করেছেন মাননীয় আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর পরার্মশে ও তত্মাবধানে।কারনটা হচ্ছে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রী যারা আছে তাদেরকে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করার জন্যই সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পরার্মশেই আমরা বাংলাদেশে ১৩ হাজার কম্পিউটার ল্যাব আমরা প্রতিষ্ঠা করেছি।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের ফুলবাড়ী গোলাম মোস্তফা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব পরিদর্শনে এসে এমন কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

প্রতিমন্ত্রী বিকেল ফুলবাড়ী গোলাম মোস্তফা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন।

এসময় দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার(ফুলবাড়ী সার্কেল) আসাদুজ্জামান,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলাম।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান,পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,গনমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলন।পরে মাননীয় প্রতিমন্ত্রী বিদ্যালয়ে অবস্থিত কম্পিউটার ল্যাব ঘুরে দেখেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!