নাছির-নওফেলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নিখিলের।

0 ১,০০০,২০৮

বিএনপি জামাতের ষড়যন্ত্র নস্যাৎ করতে এবং তারা যেন চট্টগ্রামে নামতে না পারে সেজন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও মহিউদ্দিন-পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

 

সোমবার(৩০ মে)দ্য কিং অব চিটাগাং এ অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা মাইনুল হোসেন খান নিখিল এই আহ্বান জানান।

 

তিনি বলেন,বিএনপি-জামায়াত আবার মাথাছাড়া দিয়ে উঠেছে। মাথাছাড়া দিয়ে উঠেছে তথাকথিত কিছু বুদ্ধিজীবী।তারা শেখ হাসিনার পতন চায়।কারণ পদ্মা সেতু তাদের ভালো লাগে না।কর্ণফুলী টানেল তাদের ভালো লাগে না।বছরের প্রথম দিন বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তাদের ভালো লাগে না।করোনা মহামারিরর সময় শেখ হাসিনার প্রশংসিত ভূমিকা তাদের ভালো লাগে না।দেশের মানুষ ভালো থাকলে তাদের ভালো লাগে না।এজন্য বিএনপি-জামায়াত দেশে-বিদেশে নতুন করে ষড়যন্ত্রে নেমেছে।তাদের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা।

 

এসময় আ জ ম নাছির উদ্দীন ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে উদ্দেশ্য করে মাইনুল হোসেন খান নিখিল বলেন,নাছির ভাই,নওফেল ভাই আপনারা ঐক্যবদ্ধ হোন।আপনারা এক হয়ে এই চট্টগ্রাম থেকে বিএনপি জামায়াতকে বিতাড়িত করুন। তাদের ষড়যন্ত্র রুখে দিন।এসময় হাততালি দিয়ে নিখিলের বক্তব্যে একাত্মতা প্রকাশ করেন উপস্থিত অনেকেই।

 

তবে এর আগে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে আ জ ম নাছির উদ্দীন ঐক্যের সুরে কথা বলেন।তিনি বলেন,আমাদের মধ্যে পছন্দ-অপছন্দ থাকতে পারে, আমাদের মাঝে কোনো কোনো ক্ষেত্রে মতের অমিল থাকতে পারে।কিন্তু প্রয়োজনের তাগিদে ‘আমরা জাতে মাতাল তালে ঠিক’।জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে, দলের প্রশ্নে,সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগকে পুনরায় রাষ্ট্রক্ষমতায় আনতে আমরা এক ও অভিন্ন।ঐক্যবদ্ধভাবেই আমরা সকল ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে বদ্ধপরিকর।

 

প্রসঙ্গত,দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আওয়ামী রাজনীতিতে দুটি শক্তিশালী ল বলয় বিদ্যমান।একটির নেতৃত্বে ছিলেন প্রয়াত নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।অন্যটির নেতৃত্বে আছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।২০১৭ সালের ১৫ ডিসেম্বর মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর সেই বলয়ের হাল ধরেন মহিউদ্দিনপুত্র আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।পরবর্তীতে তরুণতম বয়সে নওফেল দলের মনোনয়নে প্রথমে এমপি ও পরে মন্ত্রীসভার সদস্য হয়ে শক্ত হাতে হাল ধরেন বাবার রেখে যাওয়া বলয়ের।

 

মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা,ফরিদ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি। উদ্বোধক ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।

 

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,আওয়ামী লীগের চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন,চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন,শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল,চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা)আসনের সংসদ সদস্য এম এ লতিফ, সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী,চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ।

 

বিশেষ বক্তা ছিলেন আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম,মোহাম্মদ বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক,সাইফুর রহমান সোহাগ,কাজী মাজহারুল ইসলাম,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ এলিট প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!