নায়ক-নায়িকাকে একনজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

0 ১৪০

‘কি করুম,গেটের সামনে দাঁড়াইলে পুলিশ ধাওয়া দেয়,লাঠিচার্জ করে।যেভাবেই হোক পছন্দের নায়ক-নায়িকাদের দেখতে চাই।শুক্রবার(২৮ জানুয়ারি)দুপুর আনুমানিক ১২টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের(বিএফডিসি)প্রধান ফটকের অদূরে ফুটপাতের পাশে উঁচু প্রাচীরের দেয়ালের ছিদ্র দিয়ে চোখ রেখে ভেতরে উকি মারছিলেন পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি।তাকে এভাবে দেয়ালের ফুটো দিয়ে ভেতরে তাকিয়ে থাকার কারণে জানতে চাইলে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

এই ব্যক্তি পেশায় একজন কৃষক।গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জে।গত ১৭ জানুয়ারি রাজধানীতে ছেলের বাসায় বেড়াতে আসেন।চলচ্চিত্র পাগল এই ব্যক্তির সঙ্গে আলাপকালে জানালেন,আজ সকালে উঠে এফডিসির গেটের সামনে আসেন।নির্বাচন উপলক্ষে চলচ্চিত্রের নায়ক-নায়িকারা ভোট দিতে আসলে তাদের এক নজর দেখতে পাবেন এমন আশাতে এখানে এসেছেন।দুই ঘণ্টা অপেক্ষা করে দূর থেকে জায়েদ খান ও আলেকজান্ডার বো’কে দেখেছেন।

শুধু তিনি একা নন,তার মতো আরও অনেক ভক্ত-অনুরাগীকে দেয়ালের ছিদ্র দিয়ে চোখ রেখে দূর থেকে পছন্দের শিল্পীকে দেখতে অপেক্ষা করতে দেখা যায়।আর কেবল বিএফডিসির উঁচু প্রাচীরের পাশেই নয়,আশপাশে রাস্তার দুই পাশে এমনকি ফ্লাইওভারের ওপরে উঠে হাজারও ভক্ত-শ্রোতাকে পছন্দের শিল্পীকে এক নজর দেখতে অপেক্ষা করতে দেখা যায়।আজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ।অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান।সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়,চলবে বিকেল ৫টা পর্যন্ত।

বহুল আলোচিত এ নির্বাচনকে সুষ্ঠু করতে বিএফডিসির ভেতরে-বাইরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে দেখা গেছে। এই নির্বাচনে ভোটার সংখ্যা মাত্র ৪২৮ জন হলেও এফডিসির বাইরে হাজারও ভক্ত-অনুরাগীদের অপেক্ষা করতে দেখা যায়।তারা কেউ ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ আবার কেউ মিশা সওদাগর-জায়েদ খান প্যানেলের বিভিন্ন শিল্পীদের ভক্ত।দুই প্যানেলের সমর্থকরা নিজেদের প্রার্থীকে বিজয়ী বেশে দেখতে চান।

সরেজমিন দেখা গেছে,এই ভোট উপলক্ষে একসঙ্গে অনেক নায়ক-নায়িকাকে দেখতে পাওয়ার আশায় দূরদূরান্ত থেকে লোকজন ছুটে এসেছেন এফডিসিতে।কিন্তু নির্বাচনী পরিবেশ সুষ্ঠু করতে পুলিশ তাদের এফডিসির গেটের সামনে ঘেষতে দিচ্ছেন না।গেটের পাশে কোনো গাড়ি আসতে দেখলেই ভক্তরা ছুটে যাচ্ছিলেন।কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে হুইসেল বাজিয়ে ও প্রয়োজনে লাঠিচার্জ করে তাদের দূরে সরিয়ে দিচ্ছিলেন।

সরেজমিন আরও দেখা যায়,গেটের পাশে চলচ্চিত্র শিল্পী সমিতির অফিস সেক্রেটারি জামান নামে এক ব্যক্তি ছবিযুক্ত ভোটার তালিকা ও কার্ড নিয়ে বসে আছেন।তিনি জানান,ভোটার এলে ছবিযুক্ত ভোটার তালিকার পাশে সই করে ভোটার কার্ড নিয়ে ভেতরে ভোট দিতে যাচ্ছেন।দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২০০ জন স্বাক্ষর করে কার্ড নিয়ে ভেতরে প্রবেশ করেছেন বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!