নৌপথে পণ্য পরিবহনে ভাড়া বাড়লো ১৫-২২ শতাংশ

0 ৩৮৭,৬২২

জ্বালানি তেলের দাম বাড়ায় দেশের বিভিন্ন গন্তব্যের নৌপথে পণ্য পরিবহনের ভাড়া ১৫ থেকে ২২ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন লাইটার জাহাজ মালিকরা।লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের(ডব্লিউটিসি)নির্বাহী পরিষদের জরুরি সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

ডব্লিউটিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়,ঢাকা/বরিশাল ও চাঁদপুর গন্তব্যে আগের ভাড়ার ওপর ২২ শতাংশ যুক্ত হবে।দেশের অন্যান্য গন্তব্যে আগের ভাড়ার ওপর ১৫ শতাংশ যুক্ত হবে।লোকাল গন্তব্যে আপাতত বিবেচনাধীন থাকবে।এক মাস পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে।ভাড়া বৃদ্ধির বিষয়টি গত ৬ আগস্ট থেকে কার্যকর হবে।সরকার জ্বালানি তেলের মূল্য কমালে আনুপাতিক হারে সমন্বয়কৃত এই পরিবহন দর হ্রাস করা হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!