প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২৬ হাজার পরিবার

0 ১,০০০,০৭৩

গৃহহীনদের ভূমিসহ ঘর দেওয়ার কর্মসূচিতে আরও ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনরা এই ঘর পাবেন।আগামী বৃহস্পতিবার(২১ জুলাই)সরকারপ্রধান এই ঘর হস্তান্তর করবেন।

সোমবার(১৮ জুলাই)প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

সিনিয়র সচিব জানান,দেশের ৫২টি উপজেলার উপকারভোগীরা ২১ জুলাই এই ২৬ হাজার ২২৯টি ঘরে উঠবেন।

এরই মধ্যে স্থানীয় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব আয়োজনও সম্পন্ন করেছে বলে জানান তিনি।

এর আগে সরকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৬৩ হাজার ৯৯৯টি এবং দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৩৩০টি ঘর উপহার দেয়।

তৃতীয় ধাপে ঘর উপহার দেওয়া হবে ৬৭ হাজার ৮০০টি।যার কাজ এখন চলমান।সেখান থেকে ৩২ হাজার ৯০৪টি দেওয়া হয়েছে।২১ জুলাই ২৬ হাজার ২২৯টি ঘর দেওয়া হবে।বাকি আট হাজার ৬৬৭টি ঘর এখন নির্মাণাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!