বাঁশখালীতে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান

0 ১০৮,২৯০

চট্টগ্রাম বাঁশখালী’র চাম্বল ইউনিয়নের সোনারখিল এলাকায় পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

সরেজমিনে গিয়ে দেখা যায় পাহাড়টির দক্ষিণাংশে মাটি কাটা হয় যা পাহাড়ের ১০ ভাগ প্রায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাহাড়টি ব্যাক্তিমালিকানাধীন ও চাম্বল ইউনিয়নের সোনারখিল এলাকার মোঃ আলমগীর নামের একজন ব্যাক্তির।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে চাম্বল ইউনিয়নের সোনারখিল এলাকায় অভিযানকালে পাহাড় কাটার সাথে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে যারা এর সাথে সংশ্লিষ্ট তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পাহাড় কাটার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!