মিরসরাইয়ে অবৈধভাবে বালু তোলায় ৪ শ্রমিক কারাগারে

0 ৪৫৪,১৫৫

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার শ্রমিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার(২৫ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টায় উপজেলার সাহেরখালি ইউনিয়নের উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।এরা হলেন পটুয়াখালীর মোহাম্মদ জামান(৪৮),বরগুনা জেলার পলাশ(৪৫) এবং লক্ষ্মীপুর জেলার বাসু মাঝি(৫০) ও মোহাম্মদ জসিম(৪৭)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, মিরসরাই ইকোনমিক জোনের সাগর উপকূলীয় বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে একটি প্রভাবশালী মহল।এছাড়া বালু বহনের সময় সাগরে প্রান্তিক জেলেদের জাল কেটে ফেলার অভিযোগে শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন ও তা বালির বাল্কহেড দিয়ে পাচার করার দায়ে তিনটি ড্রেজার মেশিনের ৪জন শ্রমিককে ২মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!