বাঁশখালীতে বন্যহাতি সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

0 ২২৭

মোহাম্মদ এরশাদ: বাঁশখালী প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ বাঁশখালী কালীপুর রেঞ্জের আওতাধীন বাঁশখালীর মানুষ-হাতি সংঘাত নিরসন ও বন্য হাতি রক্ষায় করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৩০ নভেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বাণীগ্রাম বাজার সংলগ্নে কালীপুর রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধনপুর বিট কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কর্মকর্তা খোরশেদ আলম,সাধনপুর ইউপি প্যানেল চেয়ারম্যান করুনাময় ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, সাধনপুর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগের সভাপতি আবু রাশেদ মনির,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফয়েজসহ বিটের জন প্রতিনিধি,সাধারন জনগণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন,বন্য হাতির মূল আবাসস্থলের উন্নয়ন করতে হলে হাতি অধ্যুষিত বনসংলগ্ন এলাকায় বসবাসকারী জনগণের জীবন-জীবিকার প্রয়োজনে বনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। বন্য হাতি অধ্যুষিত বনসংলগ্ন এলাকায় বসবাসকারী স্থানীয় জনগণকে জানাতে হবে বন্য হাতিকে এড়িয়ে চলার কৌশল। বন্য হাতির গুরুত্বপূর্ণ আবাসস্থলগুলো চিহ্নিত করে সেগুলোয় বন্য হাতির জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য, নিরাপদ বাসস্থান ও প্রজননের সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!