বাঁশখালীতে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন হোটেল-রেস্তুরাকে পঁচা বাসী খাবার পরিবেশন ও রাখার দায়ে জরিমানা।

0 ১০০,৫৯৬

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টকে বিভিন্ন ধাপে জরিমানা ও আদায় করা করা হয়।বুধ বার হোটেল-রেস্তোরার নিবন্ধন,খাবারের গুণগত মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বাঁশখালী উপজেলার পৌরসভা,জলদি,টাইম বাজার,চাম্বল,পুইছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।

এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত,পরিবেশন,পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশনের নিমিত্ত সংরক্ষণ,নর্দমার পাশে রান্না ঘর স্থাপন,পোড়া তৈল ব্যবহার এবং লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও হোটেল-রেস্তোরা আইন ২০১৪ এর বিভিন্ন ধারায় রয়েল মালঞ্চ রেস্টুরেন্ট কে ২০,০০০ টাকা,নিউ সাফরান রেস্টুরেন্ট কে ২৫,০০০ টাকা,ইয়েলো ক্যাপসিকাম কে ১৫,০০০ টাকা,আদিবা ভাতঘর এন্ড বিরিয়ানি হাউজ কে ২০,০০০ টাকা,ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও বিরানী হাউজ কে ১৫,০০০ টাকা,বাবলা হোটেল কে ১৫,০০০ টাকা, কামাল হোটেল কে ৫০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ,বিক্রি,বিপণনের দায়ে তাসফিয়া ইলেকট্রনিক্সকে ৫,০০০ টাকা সহ মোট ১,২০,০০০(এক লক্ষ বিশ হাজার) টাকা জরিমানা ও আদায় করা হয়।জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মোহামুদুল হাসান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!